দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আগামীকাল শপথগ্রহণ অনুষ্ঠান
Rekha Gupta is the new Chief Minister of Delhi, swearing-in ceremony tomorrow

Truth of Bengal: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রেখা গুপ্তা। দিল্লির বিজেপি বিধায়করা তাঁকে আইনসভার নেতা হিসেবে মনোনীত করেছেন। উপ-মুখ্যমন্ত্রী পদে থাকবেন প্রবেশ সাহিব সিং ভার্মা। দিল্লির বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা ও সতীশ উপাধ্যায় রেখা গুপ্তার নাম প্রস্তাব করেন।
BREAKING: Rekha Gupta is the new CM of Delhi. She’s a first-time MLA from Delhi’s Shalimar Bagh. pic.twitter.com/Mlem4jfnul
— Shiv Aroor (@ShivAroor) February 19, 2025
এর আগে, রেখা গুপ্তা শালিমার বাগ আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন। তিনি আম আদমি পার্টির (AAP) বন্দনা কুমারীকে পরাজিত করেন। পাশাপাশি, উপ-মুখ্যমন্ত্রী প্রবেশ ভার্মা নিউ দিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন।
আগামীকাল সকাল ১১ টায় রামলীলা ময়দানে শপথগ্রহণ করবেন নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর ছয়জন মন্ত্রী। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। বিজেপি দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রবি শঙ্কর প্রসাদ ও ওম প্রকাশ ধনকরকে নিয়োগ করা হয়েছিল আইনসভার নেতা নির্বাচনের জন্য।
শপথগ্রহণের প্রস্তুতি ও কড়া নিরাপত্তা
রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ২৫,০০০-এর বেশি নিরাপত্তা কর্মী পুরো কেন্দ্রীয়, উত্তর ও নয়াদিল্লি জুড়ে মোতায়েন থাকবেন।
অনুষ্ঠানে বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ৫,০০০-এর বেশি পুলিশ সদস্য, আধাসামরিক বাহিনী, কমান্ডো, কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান, অ্যান্টি-সাবোটাজ টিম, ও SWAT দল মোতায়েন থাকবে।
শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্নাইপার ও AI-চালিত ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া, আশপাশের উঁচু ভবন থেকে নজরদারি চালানো হবে, যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।