
The Truth Of Bengal: বছরের শেষেই সুখবর। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা ৫০ পয়সা দাম কমানো হচ্ছে। ২২শে ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে ১৪.৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে।
বছরের শেষে ও বড়দিনের আগেই সুখবর। ফের কমল রান্নার গ্যাসের দাম। ৩৯ টাকা ৫০ পয়সা কমল রান্নার গ্যাসের দাম। ২২শে ডিসেম্বর অর্থ্যাৎ শুক্রবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। ১৯ কেজির বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা ৫০ পয়সা কমানো হচ্ছে। তবে ১৯ কেজি বানিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমান হলেও ১৪.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হচ্ছে না। আগে ১৯ কেজি বানিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়ত ১৯০৭ টাকা ৫০ পয়সা। তবে নতুন দামে খরচ পড়বে ১৮৬৮ টাকা। একইভাবে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ১৭৫৭ টাকা। মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ১৭১০ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হল ১৯২৯ টাকা। প্রসঙ্গত, দীপাবলির সপ্তাহ দুয়েক আগেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০১ টাকা বাড়িয়েছিল পেট্রোলিয়াম সংস্থাগুলি।
তারপর প্রায় ৫৭.৫০ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এখন ফের ৩৯.৫০ টাকা কমল দাম। তবে গৃহস্থালির ব্যবহারের ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। সেপ্টেম্বর এবং অক্টোবরের গোড়ায় দু’ধাপে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল। কিন্তু নভেম্বরের গোড়ায় তা এক ধাক্কায় ১০১ টাকা বেড়ে যায়। ফের দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের। এদিন অয়েল মার্কেটিং সংস্থার তরফ থেকে গ্যাসের দাম কমানোর কথা ঘোষনা করা হয়েছে। ফলে এই দাম কমার ফলে কিছুটা সুরাহা হবে হোটেল, রেস্তোরাঁগুলির।
Free Access