বদল হচ্ছে রামলালা দর্শনের সময়সূচী, জানুন নতুন সময়
Ramlala darshan schedule is changing, know the new time

The Truth Of Bengal : বদল হচ্ছে রামলালা দর্শনের সময়সূচী। রামলালার বিশ্রাম প্রয়োজন। সেই ক্ষেত্রে মন্দির কতৃপক্ষের মতে এবার থেকে মন্দির ভক্তদের জন্য খুলবে ভোর ৬ টা থেকে । এবং খোলা থাকবে রাত্রি ১০ টা অব্দি। পাশাপাশি রামলালার আরতি হওয়ার পর দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে মন্দিরের সদর দরজা।
জানুয়ারিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যার রামলালার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে অযোধ্যা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। রামলালাকে একবার দেখতে ভক্তদের ভিড় দেখার মত। আগের দিন রাত থেকে এসে ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে। মন্দির বন্ধ হওয়ার সময় এগিয়ে আসলেও ভক্তদের মন্দির চত্বরে আনাগোনা লেগেই থাকে। এই সবের মধ্যেই মন্দির খোলা নিয়ে বিশেষ সিদ্ধান্ত মন্দির কতৃপক্ষের। মাত্র ৫ বছরের শিশু রামলালার বিশ্রামের কথা ভেবে এবার থেকে মন্দির ১ ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রামলালার আরতির পর কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হবে মন্দির। আরতির পাশাপাশি ভক্তরা অনলাইনের মাধ্যমে বিশেষ দর্শনের জন্য আবেদন করতে পারবে। মন্দির উদ্বোধনের প্রায় ১ মাস পর বদলে যাচ্ছে মন্দিরের সময়সীমা। ভক্তদের মন্দির দর্শনের জন্য সময় দেওয়া হয়েছে সকাল ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত।
উল্লেখ্য ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের পর ২৩ জানুয়ারি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দির। তার পর থেকেই লক্ষ লক্ষ ভক্তের সমাগম মন্দির চত্বরে। কেবল দেশ নয় বিদেশের নানা জায়গা থেকেও রামলালার টানে এসেছেন ভক্তরা। এতদিন পর্যন্ত মন্দির খোলা হত ভোর ৪ টে নাগাদ এবং বন্ধ করা হত রাত্রি ১০ টায়। সেই সময় ও ২ ঘণ্টা পিছিয়ে দিল মন্দির কতৃপক্ষ।
FREE ACCESS