দেশ

যাত্রী সুরক্ষা ব্যবস্থায় অভিনব উদ্যোগ নিল রেল

Railways took innovative initiative in passenger safety system

The Truth of Bengal,Mou Basu: ট্রেন হল ভারতের লাইফলাইন। ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা মজবুত করতে এবার অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের বিভিন্ন রুটের ট্রেনে এবার এই এআই ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, হুইল প্রেডিকশন সফটওয়্যার হল এমনই এক এআই ভিত্তিক সুরক্ষা বন্দোবস্ত যা ইঞ্জিনগুলিতে কাজ করবে।

এই সফটওয়্যারটি ইঞ্জিনের চাকার মাত্রার দিকে অত্যন্ত সূক্ষ্মভাবে নজর রাখবে যাতে ভুলভ্রান্তি এড়ানো যায়। এতে রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যাবে। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা এই সফটওয়্যার রক্ষণাবেক্ষণের খরচও কমাবে। নির্ভুল ভাবে বলে দিতে পারবে ইঞ্জিনের চাকার আয়ু কতদিন। তাহলে নির্দিষ্ট ভাবে চাকা পরিবর্তনের সময় জানা যাবে। তখন প্রতিনিয়ত পর্যবেক্ষণেরও প্রয়োজন পড়বে না।

এছাড়া ট্রেনটির পরিচালন সক্ষমতাও বাড়াবে এই আধুনিক সফটওয়্যার। এতে যাত্রী ও রেলকর্মীদের সুরক্ষার পাশাপাশি ভরসাও বাড়াবে।’ হুইল প্রেডিকশন সফটওয়্যার হল এমন একটা ক্লাউড বেসড প্লাটফর্ম যাতে গুগল শিট ব্যবহার করা হয়েছে। মোবাইলের মাধ্যমেই সহজে রেলকর্মীরা ইঞ্জিনের চাকার বিষয় খুঁটিনাটি জানতে পারবেন।

Related Articles