দু’টি মালগাড়ির সংঘর্ষে রেলের কোনও সম্পর্ক নেই, জানালো রেল মন্ত্রক
Railways have no connection to the collision of two freight trains, says Railway Ministry

Truth Of Bengal: মঙ্গলবার ভোরে আনুমানিক তিনটে নাগাদ এনটিপিসি পরিচালিত নিজস্ব লাইনে দু’টি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেল মন্ত্রক জানিয়েছে, এই লাইনটি সম্পূর্ণরূপে এনটিপিসির মালিকানাধীন এবং পরিচালিত। এই লাইনটি কাহালগাঁও ও ফরাক্কা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
এটি সাধারণভাবে ‘লালমাটিয়া এমজিআর’ নামে পরিচিত এবং এর কার্যক্রম ভারতীয় রেলের সঙ্গে কোনওভাবেই সম্পর্কিত নয়। ফলে, এই ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনও সংশ্লিষ্টতা নেই। এমজিআর লাইনের ট্রেন চলাচল, লোকোমোটিভ, ক্রু, রক্ষণাবেক্ষণ, সংকেত ব্যবস্থা সম্পূর্ণরূপে এনটিপিসির তত্ত্বাবধানে পরিচালিত হয়।
তবে, এনটিপিসি কর্তৃপক্ষ মালদা বিভাগ থেকে সহায়তা চেয়েছে এবং মালদা বিভাগের পক্ষ থেকে সাহিবগঞ্জ থেকে ১৪০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ক্রেন সরবরাহ করা হয়েছে। ভারতীয় রেল এনটিপিসি কর্তৃপক্ষকে পুনরুদ্ধার কাজে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। এই দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য এনটিপিসি কর্তৃপক্ষ থেকে পাওয়া গেলে জানানো হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে।