দেশ

ট্রেন লেটের জন্যে রেলকে জরিমানা

Rail compensation

The Truth of Bengal: ট্রেনের অপেক্ষায় যাত্রীদের অনেকসময়ই ঘণ্টার পর ঘণ্টা তীর্থের কাকের মতো রেলস্টশনে অপেক্ষা করতে হয়। এই ভোগান্তি ভারতীয় রেলের যাত্রীদের প্রায়সই সইতে হয়। সূত্রের খবর, কেরলের বাসিন্দা কার্তিক মোহন নামে এক যুবক গন্তব্যস্থলে যাওয়ার জন্য আলাপুজ্জা-চেন্নাই এক্সপ্রেসের জন্যে টানা ১৩ ঘণ্টা স্টেশনে অপেক্ষা করে ছিলেন। বলাবাহুল্য, ব্যাপক হয়রানির শিকার হন তিনি।এরপর ওই যুবক এরনাকুলাম জেলার কনজিউমার ডিসপুটলস রিড্রেসাল কমিশনের দ্বারস্থ হন।

১৩ ঘণ্টা ট্রেন লেটের জন্য ওই যাত্রীকে অপেক্ষা করতে হওয়ার জেরে কমিশনের নির্দেশ, ওই যাত্রীকে ৬০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেল কর্তৃপক্ষের।কনজিউমার ডিসপুটস রিড্রেসাল কমিশনের তরফে রেল কর্তৃপক্ষকে জরিমানার টাকা অবিলম্বে ওই যাত্রীকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে এও বলা হয়েছে, ট্রেন ১৩ ঘণ্টা দেরিতে স্টেশনে ঢোকার ফলে ওই যাত্রীকে যে মানসিক হয়রানির মধ্যে পড়তে হয়েছে, এজন্যই রেল কর্তৃপক্ষকে জরিমানা দিতে হবে।

রেল কর্তৃপক্ষের বক্তব্য, চেন্নাই ডিভিশনের রেললাইনে সংস্কারের কাজ চলার ফলে ওইদিন আলাপুজ্জা-চেন্নাই এক্সপ্রেস দেরিতে স্টেশনে ঢুকেছে। ট্রেন লেটের বিষয়টি যাত্রীদের এসএমএস করে জানিয়েও দেওয়া হয়েছিল।দুপক্ষের বক্তব্য শোনার পরে আদালত জানায়, ট্রেনটি ১৩ ঘণ্টা দেরিতে স্টেশনে প্রবেশের ফলে যাত্রীদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে। রেলযাত্রীদের সময়ের দাম আছে। এজন্যই কার্তিক মোহনকে ৬০ হাজার টাকা জরিমানা দিতে হবে রেল কর্তৃপক্ষকে।

free Access

Related Articles