
The Truth of Bengal: মঙ্গলবার থেকে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে কেদারনাথ দর্শনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনদিনের জন্য কেদারনাথ সফরে গিয়েছেন তিনি। দীর্ঘ সময় ধরে মন্দিরে পুজো দিয়েছেন। তারপর দেব দর্শনে লাইনে দাঁড়ানো পুণ্যার্থীদের মধ্যে চা বিলি করেন কংগ্রেস সাংসদ। এমনকি পূণ্যার্থীদের মধ্যে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন এবং হাসিমুখে সেই আবদার রাখলেনও তিনি।
সূত্রের খবর, কেদারনাথ দর্শনের মধ্যে দিয়েই শুরু হচ্ছে তাঁর উত্তরাখণ্ড সফর। কংগ্রেসের তরফ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাহুলের কেদারযাত্রার মুহূর্ত তুলে ধরা হয়েছে। তিনি দেশের সুখ শান্তির জন্য প্রার্থনা করেছেন, সেই বার্তাও দেওয়া হয়েছে হাত শিবিরের পক্ষ থেকে।
এদিকে রাহুলের এই কেদারনাথ যাত্রা নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে বিজেপি শিবির। কংগ্রেস শাসিত দুই রাজ্য সরকার রাজস্থান ও ছত্তীসগড়ে হিন্দু মন্দির সংস্কার কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। ফলে বিজেপি শিবিরের দাবি, কংগ্রেস হিন্দুত্ববাদীদের সমর্থন পাওয়ার জন্যই এই কৌশল নিয়েছে।
Free Access