
The Truth of Bengal: ইন্ডিয়া জোটের অন্যতম বড় দল কংগ্রেস। সদ্য শেষ হওয়া চারটি বড় রাজ্যের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় জয় পেলেও নিজেদের হাতে থাকা রাজস্থান ও ছত্তিশগড় হারিয়েছ সেই কংগ্রেস। এক্ষেত্রে তাদের একলা চলো নীতিকে দুষছে জোট শরিক একাধিক দল। ফলে কিছুটা হলেও চাপে আছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কেন জোট হয়নি? পরাজিত তিন রাজ্যের নেতৃত্বের কাছ থেকে জবাবদিহি চাইলেন রাহুল গান্ধি।
সদ্য শেষ হওয়া কংগ্রেসের করমস্মিতির বৈঠকে সংগঠনিক অনেক রদবদল করা হয়েছে। ছত্তিশগড়ে শচীন পাইলটকে দায়িত্ব দিয়ে প্টহাণ হয়েছে। মুকুল ওয়াসনিককে গুজরাট, রাজীব শুক্লাকে হিমাচলপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলার দীপা দাসমুন্সিকেও বড় দায়িত্ব দেওয়া হয়েছে। হিমাচল ও তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষক করা হয়েছে দীপাকে।
সদ্য দিল্লিতে হওয়া ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেসকে বেশ চাপে পড়তে হয়। কেন একলা চলী নীতি নিয়ে চলেছিল কংগ্রেস? এই প্রশ্ন তোলা হয়। বৈঠকে অখিলেশ যাদব সহ অনেকেই সরাসরি নিশানা করেন কংগ্রেসকে। জোটের মধ্যে অন্যতম বড় দল হয়েও কংগ্রেসকে তাই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ফলে একপ্রকাশ বাধ্য হয়ে তিন রাজ্যের নেতাদের কাছে কৈফিয়ত তলব করলেন রাহুল গান্ধি। রাজনৈতিক মহল মনে করছে, ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের আগে একলা চলো নীতি নিয়ে একটা হেস্তনেস্ত করতে চাইছেন রাহুল।