পোর্শে-কাণ্ড: চিকিৎসকের কীর্তিতে মদ্যপ নাবালকের রক্তের নমুনা থেকে উধাও মদ!
Pune Porsche accident case

The Truth of Bengal: পুণের পোর্শে দুর্ঘটনায় অভিযুক্ত কিশোরকে আড়াল করতে কম চেষ্টা করা হয়নি। রাজনৈতিক নেতাদের প্রভাব খাটানোর ঘটনাও সামনে আসে। এবার আরও মারাত্মক ঘটনা সামনে এল। অভিযুক্তকে বাঁচাতে বদলে দেওয়া হয় রক্তের নমুনার রিপোর্ট। নমুনা বদলে দিয়েছেন খোদ ফরেন্সিক বিভাগের প্রধান। শুধু তাই নয়, হাসপাতালের এক চিকিৎসককেও এই অভিযোগে গ্রেফতার করেছে পুণে পুলিশের অপরাধ দমন শাখা৷ ওই দুই ধৃত হলেন চিকিৎসক অজয় টাওয়ারে ও শ্রীহরি হারলার।
প্রথম থেকে প্রভাবশালী ব্যবসায়ীর ছেলেকে বাঁচাতে আসরে নামে চিকিৎসক থেকে রাজনীবিদদের একাংশ। দুর্ঘটনার ৯ ঘণ্টা পর নাবালকের রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়৷ এত দেরিতে রক্তের নমুনা নেওয়ার ঘটনা সাধারণত ঘটে না। দুর্ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল কিনা তা জানার জন্যই রক্ত পরীক্ষা করা হয়। পুলিশ অভিযুক্ত নাবালকের রক্ত পরীক্ষা করে। তার রক্ত পরীক্ষা করার জন্য সাসুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷ কিন্তু ওই হাসপাতালে অভিযুক্ত নাবালকের বদলে অন্য একজনের রক্তের নমুনা পরীক্ষা করে রিপোর্ট পেশ করা হয়। নবালকের নাম করে এমন একজনের রক্ত পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, যিনি মদ্যপান করেননি। হাসপাতালের সিনিয়র ডাক্তাররা তার রক্তের নমুনা বদল করে দেন বলে অভিযোগ৷
৩ লাখ টাকা ঘুসের বিনিয়মে রক্তের নমুনা বদল যায় বলে জানা যাচ্ছে। এই কাজে অতুল ঘাটকাম্বলে নামে এক ব্যক্তি মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন, যিনি অভিযুক্ত নাবালকের পরিবারের থেকে তিন লাখ টাকা নিয়ে পৌঁছে দিয়েছিলেন দুই চিকিৎসকের কাছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, দুর্ঘটনার দিন ফোনে কথা হয় ডাঃ অজয় তাওরে ও অভিযুক্ত নাবালকের বাবার। পুলিশ জানিয়েছে, নাবালকের বাবা চিকিৎসকে ডেকে পাঠান। ছেলের রক্তের নমুনা বদলের পরিবর্তে বড় অঙ্কের টাকার টোপ দেন। ডাঃ তাওরে জানান, নাবালকের রক্তের নমুনা বদলে দেওয়া হয়েছিল অন্য এক চিকিৎসকের রক্তের নমুনার মাধ্যমে।