মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান অতিথি হিসাবে তাঁকে দেওয়া হয় ‘গার্ড অফ অনার’
Prime Minister Narendra Modi on Mauritius visit, given 'Guard of Honour' as chief guest

Truth Of Bengal : মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুদিনের সফরে মঙ্গলবার পূর্ব আফ্রিকার মরিশাসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১২ই মার্চ মরিশাস এর জাতীয় দিবস । মূলত সেই দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রাম গুলাম।
একই সঙ্গে উপস্থিত ছিলেন সেখানকার প্রধান বিচারপতি এবং অন্যান্য অতিথিরাও। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী কে দেওয়া হয় ‘গার্ড অফ অনার’। দেশটির জাতীয় দিবস উদযাপনের পাশাপাশি প্রধানমন্ত্রী নিজে ভারত পরিচালিত ২০ টি প্রকল্পের উদ্বোধন করবেন। ১২ ই মার্চ জাতীয় দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ভারতের নৌসেনা, জাহাজ সহ ভারতের প্রতিরক্ষা বাহিনীর একটি দল।
সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন সোমবার মধ্যরাতেই মরিশাসের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আরও মজবুত করার জন্য এই সফর তাঁর। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন মরিশাস ভারত মহাসাগরের অন্যতম অংশ একইসঙ্গে ভারতের সামুদ্রিক প্রতিবেশী। এই দেশের সঙ্গে ভারতের একটা নিবিড় বন্ধন রয়েছে। সংস্কৃতির সঙ্গেও যোগ রয়েছে এই দেশের। তার এই সফরে যাওয়ার পিছনে রয়েছে দুই দেশের জনগণের মধ্যে অগ্রগতি এবং সমৃদ্ধি ঘটানোর লক্ষ্য। ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার খাতিরেও মরিশাসে গিয়েছেন প্রধানমন্ত্রী।