দেশ

প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে যোগদান প্রধানমন্ত্রীর

Prime Minister attends Pravasi Indian Day conference

Truth Of Bengal : ওড়িশার ভুবনেশ্বরে হচ্ছে ১৮8তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ভুবনেশ্বর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। মোদির হাত দিয়েই সম্মেলনের উদ্বোধন করা হয়।

১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, এটি প্রাণবন্ত উৎসবের সময়। কয়েকদিনের মধ্যেই প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ। মকর সংক্রান্তি, বিহু, পোঙ্গল, লোহরির মতো উৎসব আসছে। সর্বত্র আনন্দের পরিবেশ। নরেন্দ্র মোদি এদিন বলেছেন, ‘ওড়িশার মহান ভূমিতে আজ আপনারা জড়ো হয়েছেন। এটাও ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের প্রতিফলন। ওড়িশার প্রতিটি ধাপে আমাদের ঐতিহ্য দৃশ্যমান। এমনকি শত শত বছর আগেও, ওড়িশা থেকে আমাদের ব্যবসায়ীরা বালি, সুমাত্রা, জাভার মতো জায়গায় দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতেন। আজও ওড়িশায় বালি যাত্রার আয়োজন করা হয়।’ পাশাপাশি তিনি বলেন, ‘পৃথিবীতে যখন তলোয়ারের জোরে সাম্রাজ্য বিস্তারের সময় ছিল, তখন আমাদের সম্রাট অশোক এখানে শান্তির পথ বেছে নিয়েছিলেন। এটি আমাদের ঐতিহ্যের শক্তি যার অনুপ্রেরণায় আজ ভারত বিশ্বকে বলতে সক্ষম হয়েছে যে ভবিষ্যত যুদ্ধে নয়, বুদ্ধের মধ্যে রয়েছে।’

এর আগে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, প্রতি দুই বছর পর আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে, বিদেশে বসবাসকারী ভারতীয়রা তাঁদের দেশের ঘটমান অগ্রগতি এবং উন্নয়ন দেখতে এবং অনুভব করতে সক্ষম হচ্ছেন। জয়শঙ্কর বলেছিলেন, ‘আপনারা সবাই শুধু আপনাদের আজীবন কৃতিত্বের জন্যই গর্বিত নন, বিদেশে আমাদের প্রতি ক্রমবর্ধমান সম্মানও অনুভব করেন। বৈশ্বিক যুগে প্রতিবছর প্রবাসী সম্প্রদায়ের গুরুত্ব বেড়েছে।’

ওড়িশার মুখ্যমন্ত্রী মাঝি বলেছেন, এবারের প্রবাসী ভারতীয় দিবসের থিম হল ‘উন্নত ভারত গড়তে প্রবাসী ভারতীয়দের অবদান’। তিনি সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles