দেশ

ত্রিবেণী সঙ্গমে রাষ্ট্রপতির পুণ্যস্নান, মহাকুম্ভে ভক্তি ও ভরসার আবহ

President takes holy bath at Triveni Sangam, atmosphere of devotion and trust at Mahakumbh

Truth Of Bengal: আধ্যাত্মিক পরিবেশ, লাখো ভক্তের সমাগম, আর তারই মাঝে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মহাকুম্ভে পুণ্যস্নান—এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উপস্থিত হন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

গতকাল রবিবারই উত্তরপ্রদেশে পৌঁছেছিলেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর পর সোমবার ভোরেই শুরু হয় তাঁর মহাকুম্ভ সফর। যোগী সরকারের তত্ত্বাবধানে গোটা সঙ্গম এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। নির্দিষ্ট ঘাটে পৌঁছতে রাষ্ট্রপতিকে ভেসেল ব্যবহার করতে হয়। যাত্রাপথের একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি গঙ্গার পরিযায়ী পাখিদের খাবার দিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তাঁর সঙ্গে রয়েছেন।

স্নানের নির্দিষ্ট ঘাটে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পবিত্র সঙ্গমে স্নান করেন। এরপর হনুমান মন্দিরে গিয়ে পূজা দেন তিনি। জানা গেছে, প্রায় আট ঘণ্টা প্রয়াগরাজে থাকবেন তিনি এবং কুম্ভমেলার অভিজ্ঞতা ভার্চুয়াল পদ্ধতিতে পর্যবেক্ষণ করবেন।

এদিন রাষ্ট্রপতির পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও মহাকুম্ভে পুণ্যস্নান করেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন। মহাকুম্ভের পবিত্র স্নান নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বিপুল উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

Related Articles