প্রকাশ ঝাঁসি কাণ্ডের তদন্ত রিপোর্ট, সুইচ বোর্ড থেকে ছড়িয়েছে আগুন
Prakash Jhansi incident investigation report, fire spread from switch board

Truth Of Bengal: শনিবার ঝাঁসির মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু হয়। এরপর থেকে আগুন লাগার কারণ হিসাবে উঠে এসেছিল নানা মতামত। আলোচনায় ছিল শর্টসার্কিট, দেশলাই কাঠি, অক্সিজেন সিলিন্ডার থেকে আগুনসহ নানা বিষয়। পাশাপাশি উঠেছিল নাশকতা ও ষড়যন্ত্রের অভিযোগও। উত্তরপ্রদেশ সরকার ঘটনার দিনই তদন্ত কমিটি গঠন করে পাঁচ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলেছিল।
তদন্তে সরকার গঠিত কমিটির রিপোর্টে জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক এবং এতে কোনও ষড়যন্ত্র বা গাফিলতি প্রকাশ পায়নি। ঘটনার সময় এনআইসিইউ ওয়ার্ডে ৬ জন নার্স, অন্যান্য স্টাফ এবং ২ জন মহিলা চিকিৎসক উপস্থিত ছিলেন। সুইচ বোর্ডে শর্ট সার্কিট থেকে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়।
সুইচ বোর্ডে আগুনের কারণে তা ওয়ার্ডে লাগানো মেশিনের প্লাস্টিকের কভারে পৌঁছয় এবং প্লাস্টিকের কভার থেকে আগুন ফোঁটা ফোঁটা করে নিচে পড়তে থাকে, পরে তা দ্রুত ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। কর্তব্যরত নার্স আগুন নেভানোর যথাসাধ্য চেষ্টা করেন, এর ফলে তাঁর পা ও কাপড়ও পুড়ে যায়। ঝাঁসি মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনায় কোনও অপরাধমূলক ষড়যন্ত্র বা ষড়যন্ত্র নেই, যার কারণে এখনও পর্যন্ত কোনও এফআইআর নথিভুক্ত হয়নি।