প্রবল বৃষ্টির কারণে ঝাড়খন্ডের নির্মাণাধীন সেতু ভেঙে পড়ল
Portion Of Under Construction Bridge Collapses In Giridih Jharkhand

The Truth of Bengal: ফের ভাঙল ব্রিজ। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ ব্রিজের একাংশ। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় প্রবল বৃষ্টিতে আরগা নদীর উপর নির্মীয়মাণএতটি ব্রিজের একাংশ ভেঙে পড়ে। সেতুটির একটি পিলারও কাত হয়ে গিয়েছে। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ২৩৫ কিলোমিটার দূরত্বে দেওরি ব্লকের কাছে ঘটেছে ঘটনাটি। তবে হতাহতের কোনও খবর নেই।
#WATCH | A portion of an under-construction bridge collapsed in Jharkhand’s Giridih. Details awaited pic.twitter.com/f9PAhiKwcq
— ANI (@ANI) June 30, 2024
ফতেপুর-ভেলওয়াগতি রাস্তায় তৈরি হচ্ছিল ওই সেতুটি। দামরিটোলা ও কারিপাহরি গ্রামের মধ্য়ে সংযোগ স্থাপনের জন্যই এই ব্রিজ। গিরিডির সড়ক নির্মাণ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিডিয়াকে জানিয়েছেন, ‘সেতুটি নির্মাণাধীন। শনিবার রাতে প্রবল বৃষ্টিতে সেতুটির একটি সিঙ্গেল-স্প্যান গার্ডার ভেঙে পড়ে এবং একটি পিলার হেলে পড়ে। ঠিকাদারকে ওই অংশ পুনর্নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
সূত্রের খবর, যে সেতুটি প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এবং এটি ঝাড়খণ্ডের গিরিডিহ এবং বিহারের জামুই জেলার প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করবে। গার্ডারের উপর ঢালাই এক সপ্তাহ আগে করা হয়েছিল এবং এটিকে শক্তিশালী করতে কমপক্ষে ২৮ দিনের প্রয়োজন ছিল। তবে তারই মাঝে বৃষ্টি নামায় এমন বিপত্তি।