দেশ

দূষণের মাত্রা কমলেও অস্বস্তি কাটেনি, রবিবার রাজধানীর একিউআই ৩১১

Pollution levels have decreased, but discomfort has not subsided, capital's AQI 311 on Sunday

Truth Of Bengal: দূষণের মাত্রা সামান্য হলেও কমেছে দিল্লিতে। তবে এখনও কাটছে না অস্বস্তি। একটানা আট দিন ধরেই বাতাসের গুণমানের সূচক ছিল অতি খারাপ পর্যায়ে। রবিবার সকালে রাজধানীর একিউআই ৩১১। দ্রুত পরিস্থিতি উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। তার কারণ স্বরূপ জানা যাচ্ছে, শীতল আবহাওয়া এং ধোঁয়াশা। দিল্লিতে ৩৭টি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে শুধুমাত্র গুণমান সূচক মাপা হয়। সেই তথ্যই বলছে, রবিবার সকালে আনন্দবিহারের একিউআই ৩৪২, আইটিও-র একিউআই ৩২১, মুণ্ডকার ৩৬০ একিউআই ছিল।

এমনকি বেশ কিছু জায়গার একিউআই নেমে যেতে দেখা যায় ৩০০-র নীচে। সেইসব জায়গাতে বাতাসের গুণমানের সূচকের বেশ খানিকটা উন্নতি হয়েছে। তারপরই তা খারাপ পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহের শুরুতে দিল্লিতে দূষণ ছিল ভয়াবহ পর্যায়ে। এক্ষেত্রে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রন পর্যদের বোর্ড বলছে, ০-৫০ এর মধ্যে বাতাসের গুণমানের সূচক থাকলে তা ভাল পর্যায়ের মধ্যে পড়ে। ৫১-১০০ এর মধ্যে গুণমানের সূচক থাকলে তা সন্তোষজনক বোঝায়।

১০১-২০০ এর মধ্যে গুণমানসূচক থাকলে তা সামান্য খারাপ চিহ্নিত করে। ২০১-৩০০ পর্যন্ত খারাপ বোঝায়। ৩০১-৪০০— মধ্যে গুণমান সূচকের অর্থ খুব খারাপ। আর অতি ভয়ানক পর্যায় হয় যখন ৪০১-৫০০ এর মধ্যে সূচক গিয়ে পৌঁছয়।

Related Articles