অফবিটদেশ

ভিড়ের মাঝে মহিলা-কিশোরীদের অশালীন স্পর্শ পুলিশকর্মীর, ভাইরাল ভিডিও

Policeman indecently touching women and teenagers in a crowd, viral video

Truth Of Bengal: বারাণসীর গদৌলিয়া-দশাশ্বমেধ পথের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে এক হোম গার্ডকে ভিড়ের মাঝে মহিলাদের ও কিশোরীদের অশালীনভাবে স্পর্শ করতে দেখা গেছে।

দুই মিনিট ২৬ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত হোম গার্ড গঙ্গার ঘাটের দিকে যেতে যেতে ইচ্ছাকৃতভাবে নারীদের অনুপযুক্তভাবে স্পর্শ করছেন। ভিডিওর শেষ অংশে তাকে এক কিশোরীর সঙ্গেও দুর্ব্যবহার করতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বারাণসী পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে। কাশী জোনের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ADCP) সরবানন টি জানিয়েছেন যে ভিডিওটি সাম্প্রতিক নাও হতে পারে, কারণ বর্তমানে ওই রুটে চার চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, অথচ ভিডিওতে একটি গাড়ি দেখা গেছে। তাই পুলিশ ভিডিওটির তারিখ ও অভিযুক্ত হোম গার্ডের পরিচয় যাচাই করছে।

অভিযুক্তের পরিচয় নিশ্চিত হওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনা নিয়ে বারাণসী শহরে ব্যাপক আলোচনা চলছে, এবং সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

Related Articles