দেশ

জন্মদিনের কেকের মধ্যেই বিষ? কেক খেয়ে মৃত্যু ১০ বছরের নাবালিকার

Poison in the birthday cake? A 10-year-old minor died after eating cake

The Truth of Bengal: জন্মদিনের কেক খাওয়ার পরেই মৃত্যু দশ বছর বয়সী এক ছোট্ট মেয়ের। পাশাপাশি অসুস্থ মৃত ওই বালিকার বনও। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাটিয়ালায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে সম্ভবত ওই কেকের মধ্যে বিষ মেশানো ছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জন্মদিনের কেক কাটা হল। আনন্দের সহিত পালন করা হল জন্মদিন। এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। কেক খেয়েই মৃত্যু হল দশ বছর বয়সী এক ছোট্ট মেয়ের। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাটিয়ালায়। কেকের মধ্যেই বিষ জাতীয় কিছু মেশানো ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই কেক খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে পাটিয়ালার বাসিন্দা মানবী। তারই জন্মদিন ছিল। জন্মদিন উদযাপন করতে অনলাইন থেকে আনা হয়েছিল কেক। সেই কেক কাটার পর তা খাওয়ায় হয়। ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা গেছে মানবীর পরিবার মানবীরকে কেক খাইয়ে দিচ্ছেন। একই সঙ্গে মানবীরের বন ও মানবীরের সঙ্গে দেখা গেছে কেক খেতে। তারপর রাতে ঘুমোতেই শুরু হয় শারীরিক অসুস্থতা। বমি করতে শুরু করে মানবীরের বন। অসুস্থ হয়ে পড়ে মানবীও। কিছুক্ষণ ছটপট করার পর জ্ঞান হারিয়ে ফেলে মানবী। তড়িঘড়ি দশ বছরের নাবালিকাকে ও তার বোনকে নিয়ে আসা হয়  হাসপাতালে। এর পরেই চিকিৎসকরা মানবীকে মৃত বলে ঘোষণা করেন। মানবীর বন অসুস্থ হয়ে পড়লেও প্রাণে রক্ষা পেয়েছে সে। বমি করে দেওয়ায় তার মধ্যে থাকা বিষ তার শরীরে তেমন কোনও ক্ষতি করতে পারেনি। এর পরেই পরিবারের পক্ষ থেকে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন মৃতের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles