দেশ

‘মন কি বাত’ অনুষ্ঠানে পহেলগাঁও নিয়ে দেশবাসীকে বিরাট বার্তা প্রধানমন্ত্রীর

PM's big message to countrymen about Pahalgaon in 'Mann Ki Baat'

Truth Of Bengal: গত ২২ এপ্রিল ভারতের মাটিতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। যেখানে কাশ্মীরের পহেলগাঁওতে পাক জঙ্গি হামলায় প্রাণ হারাতে হয়েছিল বহু নিরপরাধ মানুষকে। সেই নিয়ে রবিবার এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। তিনি তার অনুষ্ঠানে ‘মন কি বাত’- এর ১২১ তম পর্বে জানান, ‘এই হামলা দেহের প্রতিটি নাগরিককে আহত করেছে’। তিনি আরও বলেন, ‘ এই হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সহানুভূতি রয়েছে আমাদের সকলের’।

তিনি তার অনুষ্ঠানে জানান, আমি যখন ‘মন কি বাত’ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা বলছি, তখন আমার হৃদয় আজ ভারাক্রান্ত। পহেলগাঁও হামলা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের কাপুরুষতা ও হতাশার প্রতিফলন।’’ তিনি কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন এবং শক্তিশালী গণতন্ত্রের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘যখন দেশ এগিয়ে যাচ্ছে, যখন মহাকাশ খাতে ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করছে, যখন বিশ্বব্যাপী আর্থিক মন্দার মাঝেও ভারতীয় অর্থনীতি এগিয়ে যাচ্ছে তখন দেশের শত্রুরা কাশ্মীরের শান্তি নষ্ট করতে এই হামলা চালিয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘এই সন্ত্রাসবাদী হামলার পর সারা বিশ্ব থেকে শোকবার্তা এসেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয়দের ঐক্য শক্তিশালী হয়েছে।’’ প্রধানমন্ত্রী মোদী সকলেকে নিশ্চিত করেন, ‘‘জঙ্গি হামলায় যে সকল পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন তারা ন্যায়বিচার পাবেন এবং হামলার অপরাধী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে।’’ তিনি বলেন, ‘‘বিশ্ব এখন ভারতীয়দের ঐক্য দেখছে। আমরা দৃঢ় সংকল্পের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’’

সকল দেশবাসীর উদ্দেশ্যে মোদীজি জানান, “আমি বুঝতে পারছি যে সন্ত্রাসবাদী হামলার ছবি দেখে প্রতিটি ভারতীয়ের রক্ত আজ ফুটছে। পহেলগাঁও হামলা সন্ত্রাসবাদীদের হতাশার প্রতিফলন, এটা তাদের কাপুরুষতা প্রকাশ করে।” তিনি বলেন, যখন কাশ্মীরে শান্তি ফিরে আসছিল, নির্মাণকাজ অভূতপূর্ব গতি অর্জন করেছিল, গণতন্ত্র শক্তিশালী হচ্ছিল, পর্যটকদের সংখ্যা রেকর্ড গতিতে বৃদ্ধি পাচ্ছিল, জনগণের আয় বৃদ্ধি পাচ্ছিল এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছিল।

এরপর দেশের শত্রুরা, জম্মু ও কাশ্মীরের শত্রুরা এই পুরো বিষয়টি মেনে নিতে পারেনি। সন্ত্রাসবাদীরা চাইছে কাশ্মীর আবার ছিন্নভিন্ন হোক সেই কারণে এত বড় ষড়যন্ত্র করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ ১৪০ কোটি ভারতবাসী এক হয়েছে। যা আমাদের সবচেয়ে বড় শক্তি। এই ঐক্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে অনেক বেশি সহায়তা করবে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আমাদের মধ্যে যে ক্ষোভ রয়েছে, তা সারা বিশ্বেই রয়েছে। এই সন্ত্রাসবাদী হামলার পর, সারা বিশ্ব থেকে ক্রমাগত শোক বার্তা আসছে। বিশ্বনেতারাও আমাকে ফোন করেছেন, চিঠি লিখেছেন এবং বার্তা পাঠিয়েছেন। এই জঘন্য সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সকলেই। সকলেই নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে সমগ্র বিশ্ব ১৪০ কোটি ভারতীয়ের পাশে দাঁড়িয়েছে। আমি আবারও ভুক্তভোগী পরিবারগুলিকে আশ্বস্ত করছি যে তারা ন্যায়বিচার পাবে, ন্যায়বিচার অবশ্যই হবে। এই হামলার অপরাধী এবং ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে”।

Related Articles