
The Truth of Bengal: ৩৭০ ধারা বিলোপের সাংবিধানিক বৈধতা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, আশা, উন্নতি এবং ঐক্যের পথে অসাধারণ সিদ্ধান্ত। সেই সঙ্গে তাঁর বার্তা, কাশ্মীর ও লাদাখের জন্য যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Today’s Supreme Court verdict on the abrogation of Article 370 is historic and constitutionally upholds the decision taken by the Parliament of India on 5th August 2019; it is a resounding declaration of hope, progress and unity for our sisters and brothers in Jammu, Kashmir and…
— Narendra Modi (@narendramodi) December 11, 2023
রায় ঘোষণার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়ে আজকের সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক এবং সাংবিধানিক। এটি জম্মু, কাশ্মীর এবং লাদাখের আমাদের বোন এবং ভাইদের জন্য আশা, অগ্রগতি এবং ঐক্যের একটি শক্তিশালী ঘোষণা। আমি জম্মু, কাশ্মীর এবং লাদাখের সহনশীল জনগণকে আশ্বস্ত করতে চাই যে আপনার স্বপ্ন পূরণে আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। আমরা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ যে প্রগতির ফল শুধু আপনার কাছেই পৌঁছাবে না বরং আমাদের সমাজের সবচেয়ে দুর্বল এবং প্রান্তিক অংশের কাছেও তাদের সুবিধা প্রসারিত করবে যারা ৩৭০ ধারার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের রায় শুধু আইনি রায় নয়। এটি একটি আশার আলো, একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি এবং একটি শক্তিশালী, আরও অখণ্ড ভারত গড়ার জন্য আমাদের সম্মিলিত সংকল্পের প্রমাণ।‘
জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল অসাংবিধানিক নয় বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে জম্মু-কাশ্মীর। এবার সুপ্রিম কোর্ট এই রাজ্যে বিধানসভা নির্বাচনের সময়সীমা বেঁধে দিল। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করাতে হবে। জাতীয় নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।