দেশ

বিহারের জনসভায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর! হামলাকারীরা ভয়ঙ্কর জবাব পাবে, দেখুন ভিডিয়ো

PM warns at Bihar rally! Attackers will get a befitting reply, watch video

Truth Of Bengal: হামলাকারীদের ছাড়া হবে না। তাদের এমন সাজা দেওয়া হবে যা তাঁরা কল্পনা করতে পারবে না। এই হামলা ভারতের আত্মার ওপর হামলা। বিহারের মধুবনির সভা থেকে পহেলগাঁও হামলার সঙ্গে যুক্তদের এই ভাবে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সভার আগে নিহতদের প্রতি নীরবতা পালন করে শ্রদ্ধা জানান মোদি। এদিন সভা থেকে মোদি বলেন, ‘সন্ত্রাসের আঁতুড়ঘর মাটিতে মিলিয়ে দেওয়া হবে। ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসের কোমর ভেঙে দেবে। বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলছি, দেশ সন্ত্রাসবাদীদের চিহ্নিত করবে। তাদের কড়া শাস্তি দেবে।’

পহেলগাঁও-তে নারকীয় জঙ্গি হামলার পর সৌদি আরব সফরে থাকা প্রধানমন্ত্রী তড়িঘড়ি দেশে ফিরে আসেন। পর পর জরুরি বৈঠক করেন তিনি। বুধবার সন্ধ্যায় ক্যাবিনেট বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক নিশেধাজ্ঞা চাপানো হয়। তারপর এদিন জঙ্গিবাদ নির্মূল করার করা হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, মঙ্গলবার পহেলগাঁও-এ একদল পর্যটকের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় ২৮ জনের মৃত্যু হয়। সেনার পোশাকে হামলা চালায় জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করেছে লস্কর জঙ্গি গোষ্ঠী। প্রায় ৫০ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দেন, এই হামলার সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। তিনি লেখেন, ‘জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের জন্য সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই জঘন্য কাজে জড়িত কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।’ ফোন করে অমিত শাহকে দ্রুত কাশ্মীরে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Related Articles