দেশ

দলের নেতাদের ৩৫০ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন প্রধানমন্ত্রী

Narendra Modi

The Truth of Bengal: দিন ঘোষণা হতে এখনও অনেক বাকি। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই আসরে নেমে পড়তে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রতিটি রাজ্যে যাওয়া শুরু করবেন। তার আগে বিজেপির দু’দিনের পদাধিকারীদর বৈঠক হল। শুক্রবার বৈঠকের সূচনা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দলের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। ৩৫০টি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি। সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের।

৩৫০টি আসন জেতার লক্ষ্য নেওয়া হলেও জেতা আসনগুলি ধরে রাখা অবশ্য চ্যালেঞ্জ বিজেপির কাছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। দলের অভ্যন্তরীণ সমীক্ষায় বিজেপি নেতৃত্ব জানতে পেরেছে ১৬০টি আসনে সাংগঠনিক দুর্বলতা রয়েছে। সেই আসনগুলিতে সংগঠন গুছিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগেই এই রাজ্য থেকে ৩৫টি আসন জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। সেই বিষয়টি নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন শাহ। রণকৌশল ঠিক করে দিতে পারেন তিনি। নতুন বছরের শুরু থেকে রাজ্যে রাজ্যে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। কবে এই রাজ্যে আসবেন তিনি। রাজ্যে কোথায় কোথায় সভা করবেন, তা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধীরা ইন্ডিয়া জোট গড়েছে। সেই জোট সম্মিলিত লড়াইয়ের বার্তা দিচ্ছে। যা দেখতে পাচ্ছে কেন্দ্রের শাসক দল। ফলে বিজেপির কাছে এবার লড়াইটা অনেকটাই কঠিন। তাই অনেক আগেভাগেই অর্থাৎ নতুন বছরের শুরু থেকেই রাজ্যে রাজ্যে সফর করতে চান প্রধানমন্ত্রী।

Related Articles