দেশ

ভারতে নাশকতার ছক! গ্রেফতার ‘আনসারুল্লা বাংলা’র ৮ জঙ্গি

Plotting sabotage in India! 8 militants of 'Ansarullah Bangla' arrested

Truth Of Bengal: ভারতে ঘাঁটি তৈরি করে নাশকতার ছক! জঙ্গিগোষ্ঠী ‘আনসারুল্লা বাংলা’র ৮ জঙ্গি গ্রেফতার। ধৃতদের সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে খবর। আলকায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলা। শিলিগুড়ির চিকেনস নেক ছিল জঙ্গিদের টার্গেট। অসম পুলিশের হাতে গ্রেফতার হয় এই ৮ জঙ্গি। আনসারুল্লা বাংলা নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। রাজ্যে ঘাঁটি গেড়েছে এমন খবর আসে এসটিএফ-র কাছে।

ধৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা বছর ৩৬-এর সাদ রাদি ওরফে শাব শেখ। তাকে কেরল থেকে গ্রেফতার হয়েছে। এদিকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে মিনারুল শেখ (৪০), আব্বাস আলি (৩৩)।কোকরাঝাড় থেকে গ্রেফতার করা হয়েছে নুর ইসলাম মণ্ডল (৪০), আব্দুল করিম মণ্ডল (৩০), মজিবর রহমান (৪৬) এবং হামিদুল ইসলাম (৩৪)। আর ধুবড়ি থেকে গ্রেপ্তার করা হয় এনামুল হক (২৯) নামক এক ব্যক্তিকে।

এ বিষয়ে অসমের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান পার্থসারথী মহন্ত বলেন, ‘সাদ রাদি কেরলে যাওয়ার আগে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) স্লিপার-সেলের কর্মীদের সঙ্গে দেখা করতে অসম এবং পশ্চিমবঙ্গে এসেছিল।’

অসম পুলিশের স্পেশাল ডিজিপি হরমিত সিং বলেছেন, ‘সমস্ত অভিযুক্তই বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের সঙ্গে যুক্ত। অসম এবং পশ্চিমবঙ্গে স্লিপার সেল প্রতিষ্ঠার জন্য কাজ করছিল ওরা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, স্লিপার সেল তৈরি ও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সাদ রাদিকে চলতি বছরের নভেম্বরে ভারতে পাঠানো হয়েছিল।’

Related Articles