প্রশিক্ষণ চলাকালীন আমরেলিতে ভেঙে পড়ল বিমান, মৃত পাইলট
Pilot killed in plane crash during training in Amreli

Truth of Bengal: গুজরাটের আমরেলি জেলায় মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি বিমান প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় একজন প্রশিক্ষণার্থী পাইলটের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিমানটি আমরেলি শহরের গিরিয়া রোড এলাকার শাস্ত্রীনগরের কাছে একটি গাছে আঘাত হানার পর একটি খোলা প্লটে ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়।
আমরেলির পুলিশ সুপার সঞ্জয় খারাত জানান, “বিমানটি আমরেলি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে। প্রশিক্ষণার্থী পাইলট একাই বিমান চালাচ্ছিলেন। দুঃখজনকভাবে, তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে আশপাশে কেউ আহত হননি।”
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায় এবং পুরো বিমানটি আগুনে পুড়ে যায়। তবে বিমানটি আবাসিক এলাকায় ভেঙে পড়লেও বড় ধরণের ক্ষতি হয়নি, কারণ সেটি প্রথমে একটি গাছে আঘাত করে এবং পরে খোলা জায়গায় পড়ে।
দমকল বিভাগের চারটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মকর্তা এস সি গাধভি জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সৌভাগ্যক্রমে আশেপাশে কেউ ছিল না।”
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং বিমান ভেঙে পড়ার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।