দেশ

খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ১৫, আহত ১৫

Passenger bus fell into ditch, 15 dead, 15 injured

The Truth Of Bengal :  ভয়াবহ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরের পুঞ্চ হাইওয়েতে। যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যায়। কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়। আহত আরও ১৫। আখনুর এলাকায় হাইওয়ের টান্ডা মোরের কাছে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় মানুষ। পরে খবর ছুটে আসে প্রশাসন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হাথরস থেকে আসছিল বাসটি। আহতদের উদ্ধার করে আখনুর হাসপাতাল ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবারই জম্মু স্টেশনে লাইনচ্যূত হয় সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। যদিও ওই ঘটনায় হতাহতের খবর নেই। যদিও পুঞ্চ হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রয়োজনে সেনার কপ্টারে শ্রীনগরে নিয়ে যাওয়া হতে পারে আহত যাত্রীদের।ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, কেমন গতিতে ছুটছিল বাসটি তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। এদিন সীমান্তের ওপারেও ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। পাকিস্তানে সংকীর্ণ পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন। আহতের সংখ্যা কমপক্ষে ২০। দুর্ঘটনায় জখমদের চিকিৎসা চলছে হাসপাতালে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের।

Related Articles