তিন দশক ধরে পাকিস্তান নোংরা কাজ করছে! সন্ত্রাসবাদ নিয়ে বিস্ফোরক মন্তব্য পাক প্রতিরক্ষামন্ত্রীর
Pakistan has been doing dirty work for three decades! Pak Defense Minister's explosive comments on terrorism

Truth of Bengal: পহেলগাঁও হামলার পর আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে সন্ত্রাসে মদত দেওয়ার বিষয়টি স্বীকার করল পাকিস্তান। তবে নিজেদের সম্পূর্ণ দোষ স্বীকার না করে, আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির উপরও দায় চাপাল তারা। শুক্রবার ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, গত তিন দশক ধরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলির হয়ে এই নোংরা কাজ করেছি। অর্থাৎ, পাক প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করলেন তারা গত তিন দশক ধরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের টাকা জুগিয়ে আসছে পাকিস্তান৷ যা এতদিন ধরে অভিযোগ করে আসছিল ভারত৷
অন্যদিকে সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী এই কাজকে ভুল বলে আখ্যান দিয়েছেন।খাওয়াজা জানিয়েছেন, পাকিস্তান এমন একটি রাষ্ট্র যারা সন্ত্রাস হামলায় সব থেকে বেশি ভুগেছে। আমরা যদি সোভিয়েত ইউনিয়ন- আফগানের বিরুদ্ধে যোগ না দিতাম তাহলে পাকিস্তান অন্য মাত্রায় থাকত। পাশাপাশি এই সাক্ষাৎকারেই আসিফ দাবি করেছেন, পাকিস্তানে এখন লস্কর-এ-তৈবা নামের কোনও জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই৷
উল্লেখ্য, পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে ২২ এপ্রিল জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ জন নিরীহ পর্যটক। আহত হয়েছেন বহু মানুষ। এই হামলার নেপথ্যে পাকিস্তানের মদতের অভিযোগে ভারত ইতিমধ্যেই কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেছে । পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের এই স্বীকারোক্তি তাদের আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে বিস্তর। ভারত ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের বিষয়টি তুলে ধরেছে। পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।