দেশ

ভারতের বদলার রাতে আবার কাশ্মীর সীমান্তে গুলি পাক সেনার, মৃত ১০ নিরীহ গ্রামবাসী

Pakistan army again opened fire on Kashmir border on the night of India's revenge, killing 10 innocent villagers

Truth Of Bengal: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন ভারতীয়। এই নৃশংস ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ছড়ায়। দিল্লিতে হয় একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক। দেশবাসী প্রত্যাঘাত চেয়েছিল, সেই ইচ্ছাকেই সম্মান জানিয়ে তিন সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেন প্রধানমন্ত্রী।

প্রতিরক্ষা মন্ত্রী আগেই জানিয়েছিলেন, দেশবাসী যা চায়, সরকার তাই করবে। কথা রেখেছে ভারত। ঘটনার ১৫ দিনের মধ্যেই মঙ্গলবার মাঝরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (POK) অন্তত ৯টি জায়গায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযানে ধ্বংস করা হয় কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হেডকোয়ার্টার ও মাদ্রাসা। বহু জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সুত্রের খবর, এই প্রত্যাঘাতের পর ক্ষিপ্ত হয়ে উঠে পাক সেনা। বুধবার ভোর রাতে কাশ্মীরের নিরীহ গ্রামবাসীদের ওপর আক্রমণ চালায় তারা। মৃত্যু হয় কমপক্ষে ১০ জন সাধারণ মানুষের।

এছাড়াও, পুঞ্চ ও রাজৌরি সেক্টরে পাক সেনা গুলি বর্ষণ শুরু করেছে। সেখানে আবারও প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। ভারতের এই কড়া জবাবে স্পষ্ট বার্তা — সন্ত্রাসের জবাব কড়া ভাষায়ই দেওয়া হবে। শান্তি চাইলে পাকিস্তানকেই আগে থামতে হবে।

Related Articles