দেশ

পহেলগাঁও হামলার পেছনে পাক সেনা ও আইএসআই! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Pak Army and ISI behind Pahalgaon attack! Investigation reveals shocking information

Truth Of Bengal: কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি হওয়া জঙ্গি হামলার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এই হামলার মূল চক্রী হাশিম মুসা ছিল পাকিস্তান সেনার স্পেশাল ফোর্স ‘এসএসজি’-র সদস্য। সেখানেই সে শিখেছিল যুদ্ধের আধুনিক কৌশল, অস্ত্র ছাড়া লড়াইয়ের দক্ষতা এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার উপায়।

এসএসজি থেকে প্রশিক্ষণ নিয়ে সে লস্কর-ই-তইবায় যোগ দেয়। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, হাশিম গত অক্টোবর থেকে ভারতে অন্তত তিনটি হামলায় যুক্ত ছিল। এর মধ্যে রয়েছে অক্টোবর ও নভেম্বর মাসে কাশ্মীরের দুটি ভয়াবহ হামলা—যেখানে মোট ৯ জন নিহত হন।

তদন্তে আরও জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই দীর্ঘদিন ধরেই এই হামলার পরিকল্পনা করছিল। হাশিমের মূল লক্ষ্য ছিল অকাশ্মীরি সাধারণ মানুষদের টার্গেট করা, আর পহেলগাঁও হামলা ছিল সেই পরিকল্পনারই অংশ।

পাকিস্তান সরকার যদিও তাদের হাত থাকার কথা অস্বীকার করেছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামলার দায় নিয়েছে লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ (TRF)। এই সংগঠনকে রাষ্ট্রসংঘে রক্ষা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ।

বিশেষজ্ঞদের প্রশ্ন—যদি পাকিস্তানের কোনও যোগ না থাকে, তবে কেন তারা TRF-কে আড়াল করতে এত ব্যস্ত? আন্তর্জাতিক মহলেও এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনার পরে ভারতীয় নিরাপত্তা বাহিনী আরও সতর্ক অবস্থানে রয়েছে।

Related Articles