দেশ

পহেলগাঁও হামলার জবাব ‘অপারেশন সিঁদুর’, পাকিস্তান ও পিওকে-র ৯ জায়গায় হামলা ভারতের

Pahalgam attack: India retaliates to 'Operation Sindoor', attacks on 9 places in Pakistan, PoK

Truth of Bengal: পহেলগাঁও হামলার পাল্টা জবাবে ভারত চালাল ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। ‘প্রিসিশন স্ট্রাইক’-এ গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা ও হিজবুল মুজাহিদিন-এর ঘাঁটি। শেষ পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে ৮০ জন জঙ্গির মৃত্যু হয়েছে।

এই অপারেশনের নজরদারিতে ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেখানে বসে ভারতে জঙ্গি হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হচ্ছিল, সেখানেই টার্গেট করে হামলা চালানো হয়েছে। বাহওয়ালপুর, মুরাক্কা-সহ ৯টি জায়গায় ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে ভারতীয় সেনা।

পহেলগাঁও হামলার পরই ভারত প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কিছু দ্বিপাক্ষিক চুক্তিও বাতিল করা হয়। তার মধ্যেই চালানো হয় এই পাল্টা অভিযান।

অপারেশনের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডলে লেখেন, “ভারত মাতা কি জয়!”

অন্যদিকে, পাকিস্তান রাতেই এই হামলার কথা স্বীকার করেছে। পাক সেনাবাহিনী এই হামলাকে “কাপুরুষোচিত” বলে দাবি করেছে এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে ‘যোগ্য জবাব’-এর হুঁশিয়ারি দিয়েছেন। এই অপারেশনে ভারত স্পষ্ট বার্তা দিল, দেশের সুরক্ষা ও জবাবদিহির প্রশ্নে কোনও ছাড় দেওয়া হবে না।

Related Articles