দেশ

লোকসভা ভোটে গেরুয়া সন্ত্রাস,কমিশনের দ্বারস্থ বিরোধী বাম-কংগ্রেস

Opposition Left-Congress at the Commission

The Truth of Bengal: উত্তরপ্রদেশের মতোই ত্রিপুরাতেও লোকসভা ভোটে গেরুয়া সন্ত্রাসের অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও সিপিএম নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। ভোটকর্মীদের হুমকি দেওয়ার অভিয়োগে ২জনকে গ্রেফতার করা হয়েছে। গায়ের জোরে ভোট করানোর অভিযোগের জেরে বিজেপি প্রশ্নের মুখে পড়েছে।

বিজেপি শাসিত রাজ্যে হিংসার অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশের মতোই ত্রিপুরাতেও পেশী আস্ফালনের ভুরি অভিযোগ জমা পড়েছে। গত পঞ্চায়েতও বিধানসভার রেওয়াজ বজায় রেখে গেরুয়া শিবির দাদাগিরি করেছে। বিশেষ করে পশ্চিম ত্রিপুরায় বিজেপি দাপট দেখায়। ভোট কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগের মতোই বিরোধী দলের এজেন্টও বুথে থাকা কর্মীদের ভয় দেখানো হয় বলে দাবি বিরোধী শিবিরের। বাম-কংগ্রেস একযোগে সোচ্চার উনিশের মতো চব্বিশেও ২টি আসন দখলে রাখতে বিজেপি মরিয়া।তাই এর বিহীত চেয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে।

সাম্প্রতিককালে  নানা নির্বাচনে বিজেপির ভোট শেয়ার ধারাবাহিকভাবে কমেছে। ২০১৮-য় বিজেপির ভোট শতাংশ ছিল,৪৪শতাংশের কাছে। আর ৫বছর পর সেই ভোট শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯শতাংশে। এবার আরও ভোট শেয়ার কমে যাওয়ার আশঙ্কাতেই বিজেপি এই ঔদ্ধত্য দেখাচ্ছে বলে বিরোধী শিবিরের দাবি।

যাঁরা ভোট দিয়েছেন এবার তাঁরা  বলছেন কেন্দ্রীয় বাহিনী তত্পরতা বাড়ালে এই ধরণের একতরফা ভোট হত না। তাই বিজেপি শাসিত রাজ্যের এই পেশী আস্ফালন নিয়ে কমিশন কোনও ব্যবস্থা নেয় কিনা তাই দেখার। ভোটকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে দু’জন রাজনৈতিক কর্মীকে। কোন দলের, তারা সমর্থক তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles