‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’, জি২০ শীর্ষ বৈঠকে ভারতের ভাবনা তুলে ধরলেন মোদী
'One world, one family, one future', Modi presents India's vision at G20 summit

Truth Of Bengal: ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলমান জি২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও তুলে ধরলেন ভারতের ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’ ধারণা। বৈঠকে তিনি ‘গ্লোবাল সাউথ’ বা অনুন্নত দেশগুলির সমস্যার উপর বিশেষ জোর দেন।
মোদী তাঁর বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে চলমান দ্বন্দ্ব এবং সংঘাতের ফলে খাদ্য, জ্বালানি এবং সারের সঙ্কট তৈরি হচ্ছে। এই সঙ্কটের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্লোবাল সাউথের দেশগুলি। রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এবং এশিয়ার বেশ কিছু দেশ এই গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। দারিদ্র ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করার জন্য এই দেশগুলির সমস্যাগুলি আন্তর্জাতিক মঞ্চে অগ্রাধিকার পাওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি জোর দিয়ে বলেন।
ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণে ব্রাজিলের আন্তর্জাতিক মঞ্চ তৈরির উদ্যোগের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ গ্লোবাল সাউথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, গত এক দশকে ভারত ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমার ঊর্ধ্বে তুলে এনেছে। দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। নারী এবং কৃষকদের উন্নতির জন্য নেওয়া বিভিন্ন সরকারি পদক্ষেপও তিনি তুলে ধরেন।
মোদী বলেন, “ভারত পুরনোকে সঙ্গে নিয়ে নতুন প্রযুক্তির সঙ্গে এগিয়ে চলেছে। জৈব চাষ এবং পরিবেশবান্ধব টেকসই কৃষি ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করা হচ্ছে।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত বছর নয়াদিল্লিতে আয়োজিত জি২০ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’। এ বছরের ব্রাজিল সম্মেলনেও সেই ভাবনা সমানভাবে প্রাসঙ্গিক।
জি২০ বৈঠকে মোদীর এই বক্তব্য বিশ্বের উন্নয়নশীল দেশগুলির জন্য নতুন দিশা দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের ভাবনার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।