দেশ

১৫০ বছর পূর্তিতে ভারতের আবহাওয়া অফিস, আমন্ত্রিত বাংলাদেশ সহ সার্কভুক্ত দেশগুলিকে

On the occasion of 150 years, Indian Meteorological Office invited SAARC countries including Bangladesh

Truth Of Bengal: অবিভক্ত ভারতে আবহাওয়া অফিস স্থাপনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ-সহ সার্কভুক্ত সব দেশকে। পাকিস্তান ইতিমধ্যেই সেই অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে। বাংলাদেশ-সহ অন্য সদস্য দেশগুলি এখনও কিছু জানায়নি।

আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ভুটান, নেপাল ও আফগানিস্তানকে। পশ্চিম এশিয়া ও দক্ষিণ–পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের আবহাওয়াবিদদেরও এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে পিটিআইয়ের খবরে বলা হয়েছে।

অবিভক্ত ভারতের আবহাওয়া অফিসের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেড়শ টাকার এক স্মারক মুদ্রা বাজারে ছাড়া হবে। ভারতের অর্থ মন্ত্রক ইতিমধ্যে সেটির অনুমোদন দিয়েছে। এই বছর ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার ভারতীয় আবহাওয়া অফিসের এক ট্যাবলোও অংশ নেবে।

ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) এক কর্তা জানিয়েছেন, আজকের যেসব দেশ ১৫০ বছর আগে অবিভক্ত ভারতের আবহাওয়া বিভাগের অন্তর্গত ছিল, তাদের কর্তাদের এই আয়োজনে উপস্থিত থাকতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই যোগদানের সম্মতি জানিয়েছে।

বাংলাদেশ-সহ অন্যান্য সদস্যের সম্মতির জন্য তাঁরা অপেক্ষায় রয়েছেন। ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ভারতীয় আবহাওয়া অফিস স্থাপন করা হয়। ১৮৬৪ সালে কলকাতায় বিধ্বংসী ঘূর্ণিঝড় ও তারপর ১৮৬৬ ও ১৮৭১ সালের খরার পর আবহাওয়া দফতর খোলার কথা ভাবা হয়। সেই ভাবনা বাস্তবায়িত হয় ১৮৭৫ সালে। জানা গিয়েছে, ১৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন, প্রদর্শনী-সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।