দেশ

আদি কৈলাস যাত্রা পথে বিশাল ভূমিধস, আটকে বহু তীর্থযাত্রী

On the journey to Adi Kailash, there was a massive landslide, trapping many pilgrims.

Truth of Bengal: পাঁচ বছর বন্ধ থাকার পর শুরু হতে চলেছে কৈলাস মানসরোবর যাত্রা। জুন মাস থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। এই আবহে মঙ্গলবার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার আদি কৈলাস যাত্রা পথে আইলাগড়ের কাছে ঘটল বিশাল ভূমিধসের ঘটনা।

ভূমিধসের কারণে আদি কৈলাস যাত্রা পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে যান চলাচল। এরজেরে আটকে পড়েছেন হাজার হাজার তীর্থযাত্রীরা। খবর পাওয়া মাত্রই ত্রাণ ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছে।

এই প্রসঙ্গে এক কর্মকর্তা জানিয়েছেন,‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) টিম ঘটনাস্থলে পৌঁছে রাস্তা মেরামতের কাজ শুরু করে দিয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং ত্রাণ কাজ দ্রুত পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। যাতে পর্যটকদের কোন অসুবিধা না হয়।’

উল্লেখ্য, পাঁচ বছর বন্ধ থাকার পর, সিকিমের নাথু লা পাস দিয়ে আবার শুরু হতে চলেছে কৈলাস মানসরোবর যাত্রা। ২০২০ সালে কোভিড-১৯ মহামারী এবং ভারত-চিন সীমান্ত উত্তেজনার কারণে এই যাত্রা স্থগিত করা হয়েছিল।এবার, ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পবিত্র যাত্রার পথ পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই যাত্রা জুন মাসের শেষে ২৫ জুন থেকে শুরু হয়ে অগস্ট পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ে পাঁচটি দলে ৫০ জন করে যাত্রী যাবে। পরবর্তী পর্যায়ে আরও ১০টি দলকে অনুমতি দেওয়া হবে। এরমাঝেই ঘটল বিশাল ভূমিধসের ঘটনা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related Articles