দেশ
Trending

OMG: দুই পর-পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখলেন হোটেলের ঘরে, তারপর যা ঘটল……

OMG: He saw his wife in an abusive situation with two men in the hotel room, then what happened...

The Truth Of Bengal : হোটেলের ঘরে স্ত্রীকে দেখতে পান দুই পর-পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায়। রাগ ধরে রাখতে না পেরে চিকিৎসক স্বামী ঝাঁপিয়ে পড়েন তাদের ওপর। দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, মারামারি। হোটেল কর্মীরা কোনরকমে তাদেরকে ওই পরিস্থিতি থেকে টেনে বের করেন। সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি উত্তরপ্রদেশের কাসগঞ্জ এলাকার।

চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে এবং তার দুই পুরুষ সঙ্গীকে গ্রেফতার করেছে। ২ যুবকের মধ্যে একজনের বাড়ি উত্তরপ্রদেশের বন্দল শহরে এবং অপরজনের গাজিয়াবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে চিকিৎসক দম্পতি গত একবছর ধরে আলাদা থাকতেন। দুজনেই সরকারি হাসপাতালে চিকিৎসক। স্ত্রীকে বহুবার বাড়িতে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তিনি ফিরে আসেননি। এই নিয়ে সন্দেহ দানা বেঁধেছিল ওই চিকিৎসকের মনে।

বিশেষ সূত্রে খবর পান, বহুবার হোটেলে অন্য পুরুষের সঙ্গে দেখা গিয়েছে তার স্ত্রীকে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কাসগঞ্জ এলাকার একটি হোটেলে পৌঁছে যান চিকিৎসক স্বামী। সেখানে হাতেনাতে ধরে ফেলেন দুই পুরুষের সঙ্গে তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায়। আর এই দৃশ্য দেখে মাথা ঠান্ডা রাখতে পারেননি তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles