রাজনীতির ময়দানে এবার গান্ধী পরিবারের জামাই
Now the son-in-law of the Gandhi family is in the field of politics

The Truth of Bengal: রাজনীতির ময়দানে নিজের অংশগ্রহণ করা নিয়ে মত প্রকাশ করলেন গান্ধী পরিবারের জামাই রবার্ট। পারিবারিক আসন আমেঠি থেকে কংগ্রেসে তাঁকে প্রার্থী করা হবে কিনা সেবিষয়ে এখনও অনিশ্চয়তা থাকলেও, “সেখানকার মানুষ নাকি তাঁকেই চাইছেন” বলে দাবি করছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢড়া। তাঁর দাবি, গোটা দেশ চায় যে তিনি যেন সক্রিয়ভাবে এবার রাজনীতির ময়দানে আসেন।
ইতিমধ্যেই শেষ হয়েছে নির্বাচনের দ্বিতীয় দফার ভোটপর্ব। সেখানে এর আগেও ২০২৪ এ লোকসভা নির্বাচনে সক্রিয়ভাবে দলের হয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছিলেন গান্ধী পরিবারের জামাই রবার্ট। সেখানেই এবার একপ্রকার শীলমোহড় পরল তাঁর সেই মন্তব্যে। প্রথম থেকে রাজনীতির ময়দান থেকে শতহস্ত দূরে থাকতেই দেখা যেত রবার্ট’কে। তবে লোকসভা ২০২৪ এর দিন যত বেশি এগিয়ে আসতে থাকে একপ্রকার তাঁর রাজনীতিতে পদার্পণ করার বিষয়টি’তেও ততবেশি শীলমোহড় পড়তে থাকে দেশীয় রাজনীতিতে। তবে প্রথম থেকেই তার কথার মধ্যে থাকত কেবল পারিবারিক গড় থেকেই প্রতিদ্বন্দ্বিতায় নামার প্রসঙ্গ। এবং তাঁর দাবী এটাই যে, “আমেঠির জনগণ তাকেই চায়”। আমেঠি থেকে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি যে তাঁর প্রতিশ্রুতি রাখতে পারেননি। তিনি সেবিষয়টি’কেও এদিন জনসম্মুখে বলেন তিনি।
দেশে দুই দফার নির্বাচন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং দুটি দফাতেই কংগ্রেস বিজেপির থেকে এগিয়ে রয়েছে বলেই মনে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী। ২০১৯ সাল পর্যন্ত আমেঠি কংগ্রেসের গড় হিসেবেই পরিচিত ছিল! এরপর গোমতি নদী থেকে বহু জল গড়িয়েছে। ২০১৯ এর নির্বাচনে রাহুল গান্ধীকে হারিয়ে স্মৃতি, বিজেপির হয়ে সাম্রাজ্য বিস্তার করেন সেখানে। তবে এবার কংগ্রেস থেকে আদৌ রবার্ট বঢড়া’কে টিকিট দেওয়া হবে কিনা সেবিষয়ে নিশ্চয়তা না থাকলেও ভোটের ময়দানে বিজেপি’কে টক্কর দিতে প্রস্তুত আমেঠির জামাই তা তাঁর কথায় একেবারেই স্পষ্ট।