দেশ

এবার মুম্বইয়ে থাবা বসাল এইচএমপিভি

Now HMPV has set its foot in Mumbai

Truth Of Bengal: দেশজুড়ে ক্রমশ বাড়ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-এর প্রকোপ। মঙ্গলবারই মহারাষ্ট্রে নতুন করে দুই শিশুর দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আক্রান্তদের বয়স যথাক্রমে ৭ এবং ১৩ বছর। এর আগে সোমবার কর্ণাটক, তামিলনাড়ু এবং গুজরাটে মোট পাঁচ শিশুর শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছিল। জ্বর ও সর্দিতে ভুগতে থাকা আক্রান্ত শিশুদের নমুনা পরীক্ষার পর এই ভাইরাস শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ৫ বছরের কম বয়সিদের মধ্যে এই ভাইরাস বেশি দেখা যায়। কিন্তু এবার ৭ এবং ১৩ বছর বয়সিদের আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে।

এই পরিস্থিতিতেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। ভিডিও বার্তায় তিনি বলেন, এইচএমপিভি কোনও নতুন ভাইরাস নয়। ২০০১ সালে প্রথমবার এই ভাইরাসের অস্তিত্ব মেলে। তারপর থেকে এটি বিশ্বজুড়েই রয়েছে।

যেহেতু এটি বাতাসের মাধ্যমে ছড়ায়, তাই যেকোনও বয়সের মানুষ আক্রান্ত হতে পারেন। শীত এবং বসন্তের শুরুতে এর প্রকোপ বেশি দেখা যায়। তিনি আরও জানান, শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে গেলেও তা মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রস্তুত।

Related Articles