শুধু মৃত্যু নয়, ভারতে তাপপ্রবাহে বেশি প্রভাব ফেলছে জলসম্পদ, স্বাস্থ্য ও কৃষিতে : WMO প্রধান
Not just deaths, India's heat wave has major impact on water resources, health and agriculture: WMO chief

The Truth Of Bengal : অন্যান্য সব বছরকে ছাপিয়ে গিয়েছে এ বছরের তাপপ্রবাহ। ক্রমবর্ধমান তাপ প্রবাহের প্রভাব পড়ছে গোটা দেশে গোটা বিশ্বে। এই তাপপ্রবাহ প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় মানুষের দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে। কেন এই তাপপ্রবাহের বাড়বাড়ন্ত। এই নিয়ে গবেষণা অব্যাহত। বিশ্ব উষ্ণায়ন যে এর একটি অন্যতম কারণ সেটাও মনে করছেন বিশেষজ্ঞরা।
ভয়াবহ এই তাপপ্রবাহ নিয়ে সম্প্রতি রিপোর্ট পেশ হয়েছে। এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের তাপমাত্রার উপর গবেষণা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এম ও। আর সেই রিপোর্ট সম্পর্কে সংস্থার মহাসচিব অধ্যাপক সেলেস্ট সাওলো জানিয়েছেন, এ প্রভাব সুদূরপ্রসারী। শুধু মৃত্যুর ঘটনা বাড়ছে তা নয় এর প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলসম্পদ, স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্র। তিনি জানিয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়েছে। একদিকে জল বাহিত নানান রোগের প্রাদুর্ভাব ঘটেছে অন্যদিকে জল সংকট দেখা দিয়েছে। জল সঙ্কটের প্রভাবে কৃষি ক্ষেত্রে বিপর্যস্ত হয়েছে। ভারতে এবং ভারতের প্রতিবেশী বিভিন্ন দেশে এর প্রভাব যথেষ্টই পড়েছে বলে মত তাঁর।
তিনি জানিয়েছেন, ভারতে সাম্প্রতিক তাপ প্রবাহের কারণে মানুষের স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব পড়েছে। শিক্ষা জলসম্পদ, কৃষি, শক্তি এবং শ্রম, উৎপাদনশীলতার উপরেও বড় প্রভাব ফেলেছে। এই তাপপ্রবাহের ফলে সবচেয়ে বেশি প্রভাব পরিলক্ষিত হয়েছে ওড়িশায়। এরপর গুজরাট তেলেং গানা ও তামিলনাড়ু। WMO-র রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।