দেশ
Trending

“কোনও আশা নেই’’: ছেলের ইউপিএসসি পরীক্ষার ফলাফল নিয়ে প্রতিক্রিয়া হতাশ বাবার !

“No hope”: Disappointed father's reaction to son's UPSC exam results!

The Truth Of Bengal: বহু পরিশ্রম করে বসতে হয় ইউপিএসসি পরীক্ষায়।মেধার প্রমাণ রাখতে পরীক্ষার্থীরা হাড়ভাঙা পরিশ্রম করেন।কারণ এই জাতীয় স্তরের পরীক্ষা ভীষণ কঠিন। আর এই পরীক্ষায় টপার হওয়ার জন্য পরীক্ষার্থীরা নিরন্তর  চেষ্টা চালান।যাঁরা আইএএস হতে চান তাঁরা সবকিছু ভুলে পরীক্ষায় বসার জন্য লাগাতার অনুশীলন করেন।হাজার হাজার পরীক্ষার্থী  সম্মানজনক  পদ লাভের জন্য সেরাটা উজাড় করে দেন। সম্প্রতি,ইউপিএসসির পরীক্ষা সম্পন্ন হয়েছে।১৬ জুন হয় সেই পরীক্ষা।একজন পরীক্ষার্থী ৭৫ পাওয়ায় তাঁর বাবার রোষের মুখে পড়েন।

তারপর বাবা-ছেলের কথার লড়াই চলে।আর সেই কথোপকথন নেটদুনিয়ায়  ভাইরাল হয়ে যায়। আর সেই ভাইরাল ম্যাসেজ এক্সে শেয়ার করেছেন অনেকে। টেক্সটে লেখা হয়,এটি হচ্ছে একজন বাবার প্রতিক্রিয়া,যখন তাঁর ছেলে ইউপিসি পিলিমিনারি পরীক্ষায় ৭৫ নম্বর পেয়েছিলেন।এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় আসার পর তার ১০লক্ষ ভিউ হয়ে যায়।

এবার কিভাবে বাবা –ছেলের আলোচনা শুরু হয়েছিল তা দেখি।প্রথমেই বাবা ইউপিএসসির ফল দেখে অসন্তুষ্ট হন,তারপর ছেলেকে তিরস্কার করে বসেন। আসলে তাঁর ছেলে সময় অপচয় করেছেন বলে মন্তব্য করেন ক্ষুব্ধ বাবা।কারণ তিনি অন্য ছেলেদের সঙ্গে নিজের ছেলের তুলনা করে এই তিরস্কার করেন।কেন তাঁর ছেলে অন্যদের মতো ১২০ পায়নি তা নিয়ে মুখর হন সেই ব্যক্তি।উল্লেখ্য,ইউপিএসসিতে   ১০০নম্বরের  পরীক্ষা হয়।কিভাবে এই ব্যক্তি ১২০পাওয়ার কথা বললেন তাই নিয়ে বিস্ময় তৈরি হয়েছে।

এই অবস্থায় ছেলের খারাপ ফলের কথা তুলে ধরে তিনি আক্ষেপও করে বলেন,তাঁর বাবা কখনও কিছু দেননি,দিল্লিতে নিজের গ্যাঁটের কড়ি খরচ করে যাবতীয় কিছু করতে হয়েছে বলেও জানিয়ে দেন ক্ষুব্ধ ওই ব্যক্তি। তাই এইরকম ফল হওয়ায় অসন্তুষ্ট ব্যক্তি তাঁর ছেলেকে মুখের ওপর জানিয়ে দেন,এইরকম সন্তানের কাছ থেকে তিনি আর ভালো কিছু আশা করেন না। কোনওদিন ছেলেটি কিছু দেওয়ার ক্ষমতা রাখে না বলেও রাগের চোটে বলে বসেন কম নম্বর পাওয়া ছেলটির বাবা। এখানেই থেমে থাকেননি তিনি।তপ্ত আলোচনার মাঝে ইউপিএসসি পরীক্ষার্থীর বাবা জানিয়ে দেন,যদি তিনি সুযোগ পেতেন তাহলে এই সম্মানীয় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতেন। এই প্রসঙ্গে পরীক্ষার্থীর বাবা বলে বসেন, প্রশ্নপত্রের ২০ নম্বর তাঁর এমনিতেই জানা,তাঁর ছেলে কেবল ৪০ নম্বর ম্যানেজ করেছে। ছেলেটিকে তাঁর আত্মীয়দের ভালো ফলের কথাও মনে করিয়ে দেন উচ্চাকাঙ্খী বাবা। এই বিষয়ে পোস্টটি একবার দেখে নিন।

অনেক সোশ্যাল মিডিয়ার ইউজার বাবার এই অতিরিক্ত চাহিদার নিন্দা করেছেনএকজন ছেলের সঙ্গে বাবার এই আচরণ আসলে মন ভেঙে দেওয়া ঘটনা বলেও তিনি উল্লেখ করেছেন।একজন সন্তানের প্রতি বাবা কিভাবে এই শর্তাধীনে ছেলের সঙ্গে চলতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটনাগরিকরা। যেভাবে ওই ব্যক্তি  ,তুম হামকো কুচ নাহি দে পায়োগি বা তুমি আমাকে কিছু দিতে পারবে না, বলেছেন, তা আসলে নৃশংস আচরণ বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।  এই ধরণের ঘটনা আসলে একটি স্বপ্নসন্ধানী সন্তানের আশাকে টুঁটি টিপে মেরে দিতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।

Related Articles