আপাতত হচ্ছেনা ব্যাঙ্ক ধর্মঘট, সমাধানের আশ্বাস কেন্দ্রীয় শ্রম কমিশনারের
No bank strike, says Labour Commissioner

Truth of Bengal: ব্যাঙ্ক ধর্মঘট আপাতত প্রত্যাহার করল কর্মী সংগঠনগুলির মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়ন। শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবিগুলি পূরণ না হলে আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফের ধর্মঘটের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
কর্মী সংগঠনগুলির দাবি, ব্যাঙ্কে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকার কারণে বহু শূন্যপদ তৈরি হয়েছে। স্বল্প সংখ্যক কর্মীর পক্ষে গ্রাহকদের পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। এছাড়া পাঁচদিনের সপ্তাহ চালু করা ও উৎসাহ ভাতা প্রদান-সহ একাধিক দাবি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে বৈঠক হয়েছিল। কিন্তু সেখানে কোনও সমাধানসূত্র না বেরনোয় ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবারের বৈঠকে কেন্দ্রীয় শ্রম কমিশনার আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখবেন। এই প্রতিশ্রুতি পাওয়ার পরই ধর্মঘটের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। ফলে ২৪ ও ২৫ মার্চ ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক থাকবে।
তবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্কস ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, যদি দাবিগুলির সমাধান না হয়, তাহলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে আবার ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এখন দেখার, আশ্বাস অনুযায়ী কতদূর পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ।