জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্পে মগ্ন নীতীশ! ভাইরাল ভিডিওতে বিতর্ক তুঙ্গে
Nitish Kumar jostles during national anthem Viral video sparks controversy

Truth of Bengal: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, জাতীয় সঙ্গীত চলার সময় তিনি পাশের এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন এবং তাঁর কাঁধে হাত রেখেছেন। এই ঘটনার পর বিরোধী দলগুলো কড়া সমালোচনায় মুখর হয়েছে।
বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতের অপমান করা থেকে বিরত থাকুন, মাননীয় মুখ্যমন্ত্রী!” তিনি আরও বলেন, “আপনি প্রতিদিন যুবসমাজ, ছাত্র, মহিলা এবং প্রবীণদের অসম্মান করেন। এবার জাতীয় সঙ্গীতের বিরুদ্ধেও এমন আচরণ? একজন মুখ্যমন্ত্রী হয়েও কয়েক সেকেন্ড স্থির থাকতে পারেন না, এটা খুবই চিন্তার বিষয়।”
कम से कम कृपया राष्ट्र गान का तो अपमान मत करिए मा॰ मुख्यमंत्री जी।
युवा, छात्र, महिला और बुजुर्गों को तो आप प्रतिदिन अपमानित करते ही है।
कभी महात्मा गांधी जी के शहादत दिवस पर ताली बजा उनकी शहादत का मखौल उड़ाते है तो कभी राष्ट्रगान का!
PS: आपको याद दिला दें कि आप एक बड़े प्रदेश… pic.twitter.com/rFDXcGxRdV
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 20, 2025
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবও ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “জাতীয় সঙ্গীতের অপমান, সইবে না হিন্দুস্তান!” তাঁর মতে, এই ঘটনা প্রমাণ করে নীতীশ কুমারের শাসনে বিহার কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
राष्ट्रगान का अपमान
नहीं सहेगा हिंदुस्तान।बिहारवासियों, अब भी कुछ बचा है? pic.twitter.com/tz3MMgIOAl
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) March 20, 2025
তবে নীতীশ কুমারের দল ও এনডিএ-র নেতারা এই সমালোচনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেনরাম মাঝি বিরোধীদের নিশানা করে লিখেছেন, “যাঁরা বিহারের মর্যাদা ধূলিসাৎ করেছিলেন, তাঁরাই এখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন! লালুর আমলে ‘বিহার’ শব্দটাই একটা গালাগালিতে পরিণত হয়েছিল, অথচ নীতীশ কুমারের সময়েই রাজ্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।”
বিহারে এই বছর বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের ধারণা, পরিস্থিতি সামলাতে নীতীশ কুমার শিগগিরই এ বিষয়ে ব্যাখ্যা দেবেন এবং সম্ভবত নিঃশর্ত ক্ষমাও চাইতে পারেন। তবে এই বিতর্কে ইতিমধ্যেই বিহারের রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়ে উঠেছে।