‘গণ্ডা গণ্ডা বাচ্চার’ জন্ম দিয়েছেন, নীতীশের মন্তব্যে ঝড় ভোটে জবাব দেবে বিহারবাসী,নীতীশকে পাল্টা তেজস্বীর
Nitish gave birth to 'Ganda Ganda Bachcha', people of Bihar will respond by storm vote

The Truth of Bengal: আবার পাল্টিবাজ নীতীশকুমারের বিতর্কিত মন্তব্য।কয়েকমাস আগে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে অশ্লীল মন্তব্য করেন বিহারের মুখ্যমন্ত্রী।এবার সৌজন্যের রাজনীতিকে জলাঞ্জলি দিয়ে নাম না করে লালুপ্রসাদকে ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন তিনি।প্রকাশ্য সভায় বেফাঁস নীতিশের মন্তব্য,গণ্ডা গণ্ডা বাচ্চার জন্ম দিয়েছেন লালুপ্রসাদ যাদব।পরিবারবাদ নিয়ে খোঁচা দিতে গিয়ে তিনি শালীনতার সীমা ছাড়ান বলে অভিযোগ।
তাঁর লালুপ্রসাদকে কটাক্ষ, ‘নিজে সরে দাঁড়ানোর পর স্ত্রীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে ছিলেন। এখন নিজের বাচ্চাদের জায়গা করে দিতে আপ্রাণ চেষ্টা করছেন। আসলে অনেক বাচ্চার জন্ম দিয়ে ফেলেছেন উনি। এত অসংখ্য বাচ্চা কেউ জন্ম দেয় না কি ?’ এখানেই নীতীশ থামেননি।প্রতিপক্ষ শিবিরকে তীক্ষ্ম সুরে বিঁধেছেন। তাই নীতীশকে জবাব দিয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব।তেজস্বীর তোপ,বিহারের মানুষ এবার নীতীশকুমারকে জবাব দিয়ে দেবেন।
রাজনীতিতে না পেরে ওঠায় এভাবে ব্যক্তিগত আক্রমণ শানাচ্ছেন নীতীশ,এই মন্তব্যও করেছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও ইন্ডিয়া জোটের অন্যতম নেতা।তাঁর সাফকথা,আসলে কংগ্রেস,আরজেডিও বামেদের মহাজোটের চাপে নীতিশ প্যাঁচে পড়েছেন।হেরে যাওয়ার ভয়ে ভুল মন্তব্য করছেন বলেও সরব হয়েছেন তেজস্বী।