নতুন আয়কর বিল ২০২৫: ডিজিটাল সম্পদের উপর নিয়ন্ত্রণ আনতে কড়া পদক্ষেপ কেন্দ্রের
New Income Tax Bill 2025: Center takes strict steps to bring control over digital assets

Truth Of Bengal: নতুন আয়কর বিল ২০২৫-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন ও সম্পদের উপর সরকারের নজরদারি আরও কঠোর হতে চলেছে। বর্তমান আয়কর আইনে ডিজিটাল সম্পদ অনুসন্ধানের জন্য পর্যাপ্ত আইনি ব্যবস্থা না থাকায় নতুন বিলটি এই ঘাটতি পূরণ করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
মঙ্গলবার (২৫ মার্চ) লোকসভায় অর্থমন্ত্রী বলেন, “আয়কর আইন ডিজিটাল সম্পদের উপর নজরদারির অনুমতি দিত না, তাই নতুন বিধান যুক্ত করা হয়েছে।” ডিজিটাল ফরেনসিকের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, মোবাইল ফোনের এনক্রিপ্টেড বার্তা থেকে ২৫০ কোটি টাকার অঘোষিত অর্থ উন্মোচিত হয়েছে। হোয়াটসঅ্যাপের বার্তার মাধ্যমে ২০০ কোটি টাকার কর ফাঁকি ধরা পড়েছে। এমনকি গুগল ম্যাপ ও ইনস্টাগ্রাম বিশ্লেষণ করে লুকানো সম্পদের সন্ধান পাওয়া গেছে।
নতুন আইনে কী থাকছে?
- কর ফাঁকি রোধে ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ইমেইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ক্লাউড স্টোরেজের তথ্য সংগ্রহের ক্ষমতা থাকবে কর কর্তৃপক্ষের।
- সন্দেহজনক ডিজিটাল লেনদেন ও ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত গোপন সম্পদ তদন্ত করা যাবে।
- কর্মকর্তারা অনুমতি ছাড়াই এনক্রিপ্টেড তথ্য উদ্ধার করতে পারবেন।
- সম্পত্তি জব্দের নিয়ম আরও কঠোর করা হয়েছে—আগে নোটিশ দিয়ে জব্দ করা হতো, এখন তাৎক্ষণিকভাবে ছয় মাসের জন্য সম্পত্তি সংযুক্ত করা যাবে।
এই বিল বাস্তবায়িত হলে ভারতে কর ফাঁকি রোধে বড় ধরনের পরিবর্তন আসবে। ডিজিটাল লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অঘোষিত সম্পদের সন্ধান পেতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। বর্তমানে বিলটি সংসদের পর্যালোচনার অধীনে রয়েছে। ১৯৬১ সালের পুরনো আয়কর আইনের পরিবর্তে এটি আধুনিক প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি কর ব্যবস্থা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।