দেশ

ISRO-র মুকুটে নয়া পালক, মহাকাশে সফল ‘স্পেস ডকিং’ ভারতের

New feather in ISRO's crown, India's successful 'space docking' in space

Truth Of Bengal: রাশিয়া, আমেরিকা ও চীনের সঙ্গে পাল্লা দিয়ে এবার মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হল ভারতের দুটি স্যাটেলাইট। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ইসরোর হাত ধরে সাফল্য অর্জন করল ভারত। এরপর ধীরে ধীরে যুক্ত করা হবে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, যার মধ্য দিয়ে প্রশস্ত হবে ভবিষ্যতে মহাকাশ স্টেশন তৈরির পথ।

চলতি মাসের ১২ তারিখ ইসরোর পক্ষ থেকে জানানো হয়, ১৫ মিটার থেকে ৩ মিটার দূরত্বে আনার পর আবারও দুই উপগ্রহকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এরপর সমস্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করা হয়। এদেরই সেই পদক্ষেপ হিসেবে ‘স্পেস ডকিং’ করা হয়েছে।

‘স্পেস ডকিং’ কী? এটি একটি প্রক্রিয়া, যার মাধ্যমে মহাকাশে একই বিন্দুতে দুই উপগ্রহকে অবস্থান করানো হয়। স্পেডেক্স ১ ও স্পেডেক্স ২ নামের এই দুটি কৃত্রিম উপগ্রহকে একত্রিত করাই ইসরোর লক্ষ্য ছিল। স্পেডেক্স ১ হল চেজার আর স্পেডেক্স ২ হল টার্গেট। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর এই দুটি উপগ্রহকে উৎক্ষেপণ করা হয়।

এই স্পেস ডকিং করার নেপথ্যে ইসরোর মূল লক্ষ্য মহাকাশ ষ্টেশন স্থাপন করা। আর ভারতীয় অন্তরীক্ষ সেই স্টেশন স্থাপনের ক্ষেত্রে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চন্দ্রযান ৪ অভিযানের ক্ষেত্রেও সাহায্য করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যে বলেন, “এটি ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ভবিষ্যতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ অভিযানের ভিত্তি গড়ে তুলবে।”