দেশ

নয়া নজির! মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় বিভিন্ন প্রকল্পের শ্রমিকরাও

New example! Workers of various projects are also among the invitees at Modi's swearing-in ceremony

The Truth Of Bengal : তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। এনডিএ সরকারের প্রধান হিসাবে তিনি শপথ নেবেন। আগামী রবিবার তাঁর শপথ গ্রহণ করার কথা। এবারও শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘিরে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় আছেন দেশ-বিদেশের অতিথি অভ্যাগতরা। থাকবেন দেশের বিশিষ্টজনেরাও। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় এক অভিনবত্ব আনছেন নরেন্দ্র মোদি। শুধু ভিভিআইপিরা নন, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকায় থাকছেন শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরাও। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে নিযুক্ত ছিলেন এমন শ্রমিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে।

বিশেষ করে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের শ্রমিকদের রাখা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায়। এছাড়াও ঐদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছেন ট্রান্সজেন্ডার, স্যানিটেশন কর্মী এবং বন্দে ভারত এবং মেট্রোর মতো প্রকল্পের পিছনে থাকা শ্রমিকদের অনেকেই। উল্লেখ্য, এনডিএ নেতৃত্বাধীন জোট তৃতীয়বারের জন্য সরকার গঠনের মত আসন দখল করলেও বিজেপি একার পক্ষে সংখ্যাগরিষ্ঠ আসন এবার দখল করতে পারেনি। বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যা। এবার সরকার গড়তে নরেন্দ্র মোদিকে ভরসা রাখতে হচ্ছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপর। নরেন্দ্র মোদীকে ভরসা রাখতে হবে এন ডি এ জোটের অন্যান্য শরিকদের ওপর। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে সব সময়ই চাপে থাকতে হবে নরেন্দ্র মোদিকে সরকার পরিচালনার ক্ষেত্রে।

বিরোধী জোটের শক্তি বৃদ্ধি পাওয়ায় আগেরবারের সরকারের মতো এত সহজে সব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না নতুন সরকার। কঠিন চাপের মধ্যে থাকলেও শপথ গ্রহণ অনুষ্ঠানে জাঁকজমকের খামতি রাখছেন না নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এলাহি আয়োজন হচ্ছে ওইদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে।

 

Related Articles