জিএসটি নিয়মে নয়া পরিবর্তন, ১লা মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর…
New changes in GST rules, new rules effective from 1st March

The Truth Of Bengal: এবার জিএসটি নিয়মে নয়া পরিবর্তন আনল সরকার। চলতি বছরের ১লা মার্চ থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। নতুন নিয়মে কি বলা হয়েছে….
বদল ঘটছে জিএসটি নিয়মের। চলতি বছরের ১লা মার্চ থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। নতুন নিয়মে বলা হয়েছে, যে সমস্ত ব্যবসায়ী ৫ কোটি টাকার বেশি ব্যবসা করছেন ,তারা ই-ইনভয়েস ছাড়া ই-ওয়ে বিল তৈরি করতে পারবেন না। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের (জিএসটি) নিয়ম অনুসারে, ব্যবসায়ীদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে 50,000 টাকার বেশি মূল্যের পণ্যগুলি সরানোর জন্য একটি ই-ওয়ে বিল প্রয়োজন। এই পরিস্থিতিতে এখন ই-চালান ছাড়া এই বিল তৈরি করা যাবে না। এখন প্রশ্ন সরকার এই নিয়মের কেন আনল। আসলে সম্প্রতি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসির এক তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গেছে, অনেক করদাতা রয়েছে যারা ব্যবসার জন্য ই-ওয়ে বিল তৈরি করছে ই-ইনভয়েস ছাড়াই। যা সরকারি খাতায় বেনিয়ম বলেই গণ্য হয়।
এছাড়াও অনেক ক্ষেত্রে দেথা যাচ্ছে, এসব ব্যবসার ই-ওয়ে বিল ও ই-ইনভয়েস পাওয়ায় যাচ্ছে না। তাই সরকার কর দেওয়ায় ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এই নিয়ম লাগু করছে। অর্থ্যাত ব্যবসায়ীদের ই-ওয়ে বিলের জন্য ই-চালান বাধ্যতামূলক করা হল। তবে এই নিয়ম শুধুমাত্র ই-চালানের জন্য যোগ্য করদাতাদের জন্য প্রযোজ্য হবে৷ একই সময়ে NIC স্পষ্ট করেছে যে গ্রাহকদের এবং অন্যান্য ধরনের লেনদেনের জন্য ই-ওয়ে বিল তৈরি করতে ই-চালানের প্রয়োজন হবে না। এমন পরিস্থিতিতে এই ই-ওয়ে বিলগুলি আগের মতোই তৈরি হতে থাকবে। এর অর্থ হল পরিবর্তিত নিয়মগুলি এই গ্রাহকদের উপর কোন প্রভাব ফেলবে না।
Free Access