দেশ

উত্তাল বাংলাদেশ! কী পদক্ষেপ ভারতের? বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোদী

narendra modi meets foreign minister s jaishankar over volatile situation in bangladesh

Truth Of Bengal: সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। তার ওপর ইসকন-কে নিষিদ্ধ ঘোষণা করার পিটিশনে পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার মাত্রা ছাড়িয়েছে। এই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছে ভারত সরকার। এহেন পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পর সনাতন ধর্মের আরেক সন্ন্যাসী স্বরূপ দাসকে গ্রেফতার করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘এই ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি। বাংলাদেশ প্রশাসনের কাছে আমাদের আর্জি, সেখানকার হিন্দু ও অন্যান্য বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক’। এই আবহে বৃহস্পতিবার সংসদে বৈঠকে বসেন মোদী এবং জয়শঙ্কার। আগামী সপ্তাহে হয়তো বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে সাংসদে।

উল্লেখ্য, গত জুলাই – অগাস্টে কোটা সংস্কারের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনের সাক্ষী থেকেছিল বাংলাদেশ। গণঅভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। এরপর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলেও শান্তি ফেরেনি পদ্মাপারে। সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। আর এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি থেকে ইসকন নিষিদ্ধ করার দাবি সহ নানা কারণে রণক্ষেত্র বাংলাদেশ।

Related Articles