সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টা করে ওঁরা, দাবি মোদীর
Narendra Modi from a meeting in Kolhapur, Maharashtra

The Truth of Bengal: ২০২৩-এর শেষের দিকে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত করতে শোনা গিয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্যালিনকে। উত্তর ও পশ্চিম ভারতে নির্বাচনী প্রচারের শুরুতেই এবার উদয়নিধি স্ট্যালিনের সেই মন্তব্যকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি। তাঁর কথায় প্রথম দুদফার ভোটেই দুরন্ত পারফর্ম করেছে বিজেপি ও এনডিএ।দক্ষিন ভারতের পর উত্তর ও পশ্চিম ভারেতর নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ঝাঁজ বাড়াচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই রাজস্থান থেকে যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা তিনি শুরু করেছেন এবার সেটা আরও এক ধাপ এগিয়ে পৌঁছল মহারাষ্ট্রে।
২০২৩ সালের শেষে এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন সনাতন অ্যাবলিশন কনফারেন্সে যোগ দিয়ে সনাতন ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বলেছিলেন কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। অবলুপ্ত ঘটানো দরকার সেসব জিনিসের। ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনার বিরোধীতা না করে আমরা তা নির্মূল করি। ঠিক তেমনভাবেই সনাতন ধর্মকেও অবলুপ্ত করতে হবে। তাঁর কথায় সনাতন শব্দ এসেছে সংস্কৃত থেকে। সনাতন সানাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।
দক্ষিন ভারতে ভোট চলাকালীন এই বিষয় নিয়ে নরেন্দ্র মোদিকে সেভাবে সরব হতে শোনা যায়নি। বা এই প্রসঙ্গও তিনি তখন সেভাবে তোলেননি। তবে উত্তর ভারতের প্রচারের শুরুতেই উদ্য়নিধি স্ট্যালিনের সেই মন্তব্যকেই প্রচারের ঝাঁজ বাড়াতে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি। ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে তাঁর সাফ কথা। সনাতন ধর্মকে ধ্বংস করার চেষ্টা করে ওঁরা। অপমান করে সনাতন ধর্মকে। মহারাষ্ট্রের কোলাপুরের সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, ডিএমকে সনাতন ধর্মকে অপমান করার সাথে সাথেই ডেঙ্গু, ম্যালেরিয়া এমনকি করোনার সঙ্গেও তুলনা করছে।