দেশ
Trending

Narendra Modi: এনডিএ-৩ মন্ত্রীসভার প্রথম বৈঠকে ৫ টি প্রধান সিদ্ধান্ত, ১৪ টি ফসলের ন্যূনতম বিক্রয় মূল্য বৃদ্ধি

Narendra Modi: 5 major decisions in first meeting of NDA-3 Cabinet, increase in minimum selling price of 14 crops

The Truth Of Bengal: নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লিতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে এনডিএ। সরকার গঠনের পর প্রথম মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হল। পাঁচটি প্রধান সিদ্ধান্ত এই বৈঠকে গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ১৪ টি ফসলের ন্যূনতম বিক্রয় মূল্য বৃদ্ধি। তৃতীয় মোদি সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকে ১৪ টি ফসলের ন্যূনতম বিক্রয় মূল্য বৃদ্ধিকে বড় সিদ্ধান্ত বলা যেতে পারে। যেসব ফসলের ন্যূনতম বিক্রয় মূল্য বৃদ্ধি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ধান, রাগি, বাজরা, জোয়ার, ভুট্টা এবং তুলা। মন্ত্রীসভার প্রথম বৈঠকে ধান, রাগি, বাজরা, জোয়ার, ভুট্টা এবং তুলা সহ ১৪টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।

নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। প্রথম এ মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে এসেছিল। এই বৈঠকে একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির পাশাপাশি গুরুত্বপূর্ণ পাঁচটি সিদ্ধান্ত মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন মিলেছে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে এনডিএ শরিক দলের মন্ত্রীরা একাধিক প্রস্তাব রাখেন মন্ত্রীসভার সামনে। সূত্রের খবর, প্রত্যেকটি প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তে কয়েক লক্ষ কৃষক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে, এনডিএ-৩ মন্ত্রীসভার প্রথম বৈঠকে মাস্টারস্ট্রোক দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম বৈঠকেই কৃষকদের মন জয় করার চেষ্টা করেছেন। এনডিএ- ২ মন্ত্রীসভার বিরুদ্ধে কৃষকদের আন্দোলন বৃহত্তর আকার নিয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে কৃষকরা বারে বারে গর্জে উঠেছিলেন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের পিছনে কৃষক বিদ্রোহ অনেকাংশে প্রভাব ফেলেছে বলেই মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের। আর তাই তৃতীয়বারের সরকারের প্রথম মন্ত্রীসভার বৈঠকেই কৃষকদের মন জয় করার রাস্তায় হাঁটলেন প্রধানমন্ত্রী।

Related Articles