
Truth of Bengal: একের পর এক হাতির মৃত্যু। মধ্যপ্রদেশের বান্ধবগড়ের এই হাতি মৃত্যুর ঘটনায় ক্রমশ দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। রাজ্যের মুখ্য বন সংরক্ষক আধিকারিক জানান, বুধবারই মৃত্যু হয়েছে একটি হাতির। বৃহস্পতিবার হয় আরও দুটি হাতির মৃত্যু। চারদিনের মধ্যে এই এতো সংখ্যকর হাতি মৃত্যুর ঘটনায় প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
মুখ্যবনসংরক্ষকের কথায়, এ,খনও যতগুলি হাতির মৃত্যু হয়েছে, তাতে কোনও সন্দেহজনক কিছুই মেলেনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে। একসঙ্গে এতগুলি হাতি মৃত্যুর ঘটনায় শোরগোল পড়তেই বিশেষজ্ঞ দলের তরফ থেকে কারণ খতিয়ে দেখা হচ্ছে। মুখ্য বনসংরক্ষক জানাচ্ছেন, আশেপাশের ক্ষেত সহ কৃষিজমি পরীক্ষা করে দেখা হবে বলে।
সেখান থেকেই করা হবে নমুনা সংগ্রহ। অতিরিক্ত মুখ্য বনসংরক্ষক আধিকারিক জানান, হাতিরগুলির দেহ পরীক্ষা করে প্রাথমিকভাবে এই মৃত্যুর কারণ বিষক্রিয়া বলেই মনে করা হচ্ছে। তবে এই বিষক্রিয়া কীভাবে হল তা নিয়েই সন্দেহ জোরালো হচ্ছে। সূত্রের খবর মোট ১৩ টি হাতির একটি দল ছিল। তারমধ্যেই প্রায় ১০টি হাতির মৃত্যু হয়েছে। বাকি তিনটির উপর চালানো হচ্ছে নজরদারি। বাকি ৩টি হাতি সুস্থ রয়েছে বলেই এখঘনও পর্য্ত খবর। হাতির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠনম করেছে মধ্যপ্রদেশ সরকার।