বিশ্বের সেরা স্যান্ডউইচের তালিকায় মুম্বইয়ের বড়া পাও
Mumbai's Bara Pao ranks among the world's best sandwiches

The Truth Of Bengal: ভারতীয় সুস্বাদু খাবারের ভক্ত দেশবিদেশের প্রায় সকলেই। ফের ভারতীয় খাবারের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। বিশ্বের সেরা ২০টি স্যান্ডউইচের তালিকায় জায়গা করে নিয়েছে মুম্বইয়ের জনপ্রিয় খাবার বড়া পাও। স্ট্রিট ফুড হিসাবে গোটা দেশেই দারুণ জনপ্রিয় বড়া পাও। অনলাইন ফুড ও ট্রাভেল গাইড TasteAtlas সেরা স্যান্ডউইচের তালিকা প্রকাশ করেছে। তাতেই ১৯তম স্থানে আছে বড়া পাও। এই তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের bahn mi। এছাড়াও তুরস্কের খাবার tombik doner, লেবাননের shawarma, আমেরিকার লবস্টার রোল ও মেক্সিকোর tortas ও রয়েছে।
এর আগে বিশ্বের সেরা কফির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ ভারতের ফিল্টার কফি। বিশ্বের সেরা ৩৮টি কফির তালিকা প্রস্তুত করে ফুড ও ট্রাভেল গাইড TasteAtlas। এর আগে ভারতের ম্যাঙ্গো লস্যি TasteAtlas এর বিচারে বিশ্বের সেরা দুগ্ধজাত পানীয় হয়েছিল। সেরা নন অ্যালকোহলিক পানীয় হয়েছিল মসালা চা। বিশ্বের সেরা চাল বলে বিবেচিত হয়েছে ভারতের বাসমতী চাল।
সেরা কফির তালিকায় শীর্ষ স্থানে ছিল কিউবার কফি কিউবান এসপ্রেসো। দ্বিতীয় স্থানে ছিল দক্ষিণ ভারতের ফিল্টার কফি। তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল গ্রিসের এসপ্রেসো ফ্রেডো ও ফ্রেডো ক্যাপুচিনো।
FREE ACCESS