দেশ

লোকসভা দূর অস্ত, মধ্যপ্রদেশ নির্বাচনের আগে, কংগ্রেস সপার দ্বন্দ্ব প্রকাশ্যে

Akhilesh Kamalnath conflict

The Truth of Bengal: মহাকাব্য মহাভারতের সূত্র ধরে একটি সংলাপ আছে, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। অর্থাৎ যুদ্ধ ছাড়াও সূচের ডগায় লেগে থাকা মাটিও দেওয়া যাবে না। এই চিত্রই ধরা পড়ল এবার মধ্যপ্রদেশে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির একটি জোরালো সংগঠন থাকলেও মধ্যপ্রদেশে সেভাবে নেই। তাই তাদের জায়গা ছাড়তে রাজি নয় কংগ্রেস।

কংগ্রেস সূত্রের খবর, মধ্যপ্রদেশে বিজেপির হাত থেকে জমি ছিনিয়ে নিতে বদ্ধ পরিকর কংগ্রেস। দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কমল নাথের নেতৃত্বে বাড়তি শক্তি দিয়ে নির্বাচনী প্রচারে কংগ্রেস। পরিকল্পনা রয়েছে, মধ্যপ্রদেশে বিজেপিকে একক ভাবেই পর্যুদস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই, ভোটমুখী রাজ্যটিতে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের আসনরফা ভেস্তে গেল। কমল নাথ জানিয়েছেন, বিজেপিকে হারাতে কোনও ‘ছোট দলের সমর্থন প্রয়োজন নেই।’

সমাজবাদী পার্টির তরফে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এবং চম্বল-গোয়ালিয়র অঞ্চলে কিছুটা প্রভাব রয়েছে সমাজবাদী পার্টির। ওই অঞ্চলগুলির চারটি আসনে তাঁরা আগেই প্রার্থী ঘোষণা করেছে। আরও দুটি আসনের জন্য কংগ্রেসের কাছে আবেদন জানানো হয়েছিল। সব মিলিয়ে ৬টি আসন চেয়েছিল সমাজবাদী পার্টি। বিষয়টি নিয়ে অখিলেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালার সঙ্গে কথা বলেন। এমনকী রাহুল গান্ধী বা কমল নাথের সঙ্গেও কথা বলতে চেয়েছিলেন। কিন্তু অখিলেশের এই আবেদনকে গুরুত্ব দিতে নারাজ কমল নাথ, তা স্পষ্ট করে দিয়েছেন। কংগ্রেসের দাবি, রাজ্যে ২৩০টি বিধানসভা আসনে একাই লড়বে কংগ্রেস। বিজেপিকে হারাতে কোনও ছোট দলের সমর্থন প্রয়োজন হবে না।

এদিকে কংগ্রেসের তরফে এমন বার্তা পাওয়ার পরেই, অখিলেশও হুঁশিয়ারি দিয়েছে, মধ্যপ্রদেশে কংগ্রেস জায়গা না ছাড়লে, উত্তরপ্রদেশেও কংগ্রেসের সঙ্গে তারা জোটে যেতে নারাজ।

Related Articles